বলিউড,বিনোদন,ডবল এক্সএল,শিখর ধাওয়ান,সোনাক্ষী সিনহা,হুমা কুরেশী,Bollywood,Entertainment,Gossip,Double XL,Shikhar Dhawan,Huma Qureshi,Sonakshi Sinha,গসিপ

ক্রিকেট ছেড়ে এবার বলিউডে নাম লেখালেন শিখর ধাওয়ান! হুমা কুরেশির সাথে অভিনয় করবেন জনপ্রিয় ক্রিকেটার

সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশি অভিনীত ছবি ‘ডাবল এক্সএল’র টিজার প্রকাশ্যে আসার পর থেকেই ক্রমাগত চর্চায় রয়েছে ছবিটি। আর এই ছবিটি নিয়ে এতো চর্চার মূল বিষয়টি হলো ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান।

হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহার আসন্ন ছবি ডাবল এক্সএলে দেখা যাবে তাকে। সম্প্রতি ছবির সেট থেকে ভাইরাল হয়েছে শিখর ধাওয়ানের নতুন লুক। কালো সুট আর নতুন হেয়ারকাটে ক্রিকেটারকে দেখে চোখের ঘুম উড়েছে ভক্তদের। ভাইরাল এই ছবিটিতে দেখা যাচ্ছে হুমার সাথে নাচে ব্যস্ত রয়েছেন তিনি।

আর এই ছবি দেখার পর থেকেই অনুরাগীদের মনে যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন শিখর? তিনি কি ছবির নায়ক? নায়ক হলেও ঠিক কার বিপরীতে দেখা যাবে তাকে? ডেবিউ ছবিতে ঠিক কোন ঘরানার চরিত্রে অভিনয় করবেন তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেই আজকের এই প্রতিবেদন।

বলিউড,বিনোদন,ডবল এক্সএল,শিখর ধাওয়ান,সোনাক্ষী সিনহা,হুমা কুরেশী,Bollywood,Entertainment,Gossip,Double XL,Shikhar Dhawan,Huma Qureshi,Sonakshi Sinha,গসিপ

প্রসঙ্গত বলে রাখি, ডাবল এক্সএল হল একটি স্লাইস-অফ-লাইফ কমেডি ড্রামা যেটি দুই প্লাস-সাইজ মহিলার যাত্রা দেখিয়েছে। মীরাটের ক্রীড়া উপস্থাপক রাজশ্রী ত্রিবেদী ( হুমা কুরেশি ) এবং নিউ দিল্লির ফ্যাশন ডিজাইনার সায়রা খান্নাকে (সোনাক্ষী সিনহা) ঘিরে এই ছবি। শরীরের বাড়তি ওজন নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। সেই সব মানুষদের গল্প বলতেই সাজানো হয়েছে এই ছবি।

বলিউড,বিনোদন,ডবল এক্সএল,শিখর ধাওয়ান,সোনাক্ষী সিনহা,হুমা কুরেশী,Bollywood,Entertainment,Gossip,Double XL,Shikhar Dhawan,Huma Qureshi,Sonakshi Sinha,গসিপ

প্রসঙ্গত জানিয়ে রাখি, বাস্তব প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছেন সাতরাম রামানি। তবে এই ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে না শিখর ধাওয়ানকে। অভিনেতা জহির ইকবাল ও মাহাত রাধাবেন্দ্র রয়েছেন নায়কের চরিত্রে। তবে শিখরকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। সম্প্রতি এই ক্যামিও রোল নিয়ে মুখ খুলেছেন স্বয়ং শিখর ধাওয়ান।

বলিউড,বিনোদন,ডবল এক্সএল,শিখর ধাওয়ান,সোনাক্ষী সিনহা,হুমা কুরেশী,Bollywood,Entertainment,Gossip,Double XL,Shikhar Dhawan,Huma Qureshi,Sonakshi Sinha,গসিপ

শিখরের কথায়, ‘দেশের হয়ে খেলার সময় আমার জীবনে ফুরসত খুব বেশি থাকত না। তবে যে টুকু সময় পেতাম তখন সব সময় বিনোদনের জন্য সিনেমা দেখি। যখন এই অফারটি আমার কাছে এসেছিল এবং আমি গল্পটি শুনেছিলাম, এই গল্প আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। এই গল্প সমাজকে একটি চমৎকার বার্তা দিতে চলেছে। আশা করি, এই গল্পটি দেখার পর অনেক মেয়েই তাঁদের স্বপ্ন পূরণে পিছপা হবে না।’

Avatar

Moumita

X