আইপিএলের মাঝেই নিজের ক্রিকেটীয় ভবিষ্যত জানিয়ে দিলেন শিখর ধাওয়ান

এক সময় ভারতীয় দলে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নিয়মিত সদস্য ছিলেন শিখর ধাওয়ান। কিন্তু বর্তমানে কে এল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল এর মতো তরুণ ক্রিকেটারদের উত্থানের ফলে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন শিখর ধাওয়ান। তবে জাতীয় দলে সুযোগ না পেলেও আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতের এই বাঁহাতি ওপেনার। এই বছর পাঞ্জাব কিংসের হয়ে ঝুড়ি ঝুড়ি রান করেছেন ধাওয়ান।

এবারের আইপিএলে ধাওয়ান যেভাবে পারফরম্যান্স করছে তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁর জায়গা পাওয়া প্রায় পাকা বলাই যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিতে পারেন তিনি।

এইদিন নিজের খেলা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শিখর ধাওয়ান জানিয়েছেন, “আরও তিন বছর আমি অবশ্যই খেলব। ক্রিকেটার হিসাবে আমাদের সব সময় তৈরি থাকা উচিত ভারতের হয়ে খেলার জন্য। শেষ কয়েক বছর ভাল ব্যাট করছি। আশা করি যে ভাবে ব্যাট করছি তাতে আরও কিছু মাইলফলক ছুঁতে পারব।”

Avatar

Koushik Dutta

X