Arijit

১০০০ টি চার মেরে টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন শিখর ধাওয়ান

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন শিখর ধাওয়ান। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওপেন করছেন তিনি। ভারতীয় নীল জার্সি গায়ে দীর্ঘদিন ধরে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যায় এই বিধ্বংসী ব্যাটসম্যানকে। এবার শিখর ধাওয়ান করে ফেললেন এক বিশ্বরেকর্ড।

   

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইল ফলক স্পর্শ করলেন শিখর ধাওয়ান। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক হাজারটি চার মারার মাইল ফলক ছুঁলেন তিনি। বিশ্ব ক্রিকেটে তাঁর আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন আরও চার জন ব্যাটার। কেবল চার মেরেই চার হাজার রান।

টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারটি চার মেরে বিশ্ব রেকর্ড করলেন শিখর ধাওয়ান। মাত্র 307 টি কুড়ি ওভারের ম্যাচ খেলে নতুন এই মাইল ফলক স্পর্শ করলেন বাঁ হাতি ওপেনিং ব্যাটসম্যান। বিশ্ব ক্রিকেটে চার মারার ক্ষেত্রে ধাওয়ানের আগে রয়েছেন ক্রিস গেল (1132), অ্যালেক্স হ্যালস (1054), ডেভিড ওয়ার্নার (1005) এবং অ্যারন ফিঞ্চ (1004)।