Arijit

তৈরি হচ্ছে শোয়েব আখতারের বায়োপিক, নিজেই জানালেন প্রাক্তন পাক পেসার

তাঁর হাতে বল থাকলে এক সময় বুক কাঁপত উল্টো দিকে থাকা ব্যাটারের। কখন সেই বল ধেয়ে এসে উইকেট ভেঙে দেবে, তার আশঙ্কায় ভুগতেন সবাই। সেই শোয়েব আখতারকে নিয়ে এ বার তৈরি হতে চলেছে বায়োপিক বা জীবনীচিত্র। পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন।

পাকিস্তানের কোনও ক্রীড়াবিদকে নিয়ে এই প্রথম কোনও বিদেশি চলচ্চিত্র তৈরি হতে চলেছে। ছবির একটি ক্লিপ এবং পোস্টার শোয়েব ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

এই ছবির পরিচালক মহম্মদ ফরাজ কায়জার। কিউ প্রোডাকশন্স ফিল্মস নামে একটি সংস্থা ছবি প্রযোজন করছে। সব ঠিকঠাক থাকলে ২০২৩-এর ১৬ নভেম্বর ছবি মুক্তি পাবে। তবে শোয়েবের চরিত্রে কে অভিনয় করবেন বা সঙ্গে কারা থাকবেন তা কিছুই জানানো হয়নি। ২৫ সেকেন্ডের মোশন টিজারে কিছুই বোঝা যায়নি।