Arijit

এই বিশেষ কারণে পাকিস্তানের এশিয়া কাপ জেতা কঠিন হতে পারে, জানালেন মালিক

গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে ১৪৭ রান তুলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 5 উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল।

   

পাকিস্তানের 147 রান করলেও জবাবে ব্যাটিং করতে নেমে বোলিং সহায়ক পিচে পরপর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু ভারতের উপর সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাক বোলাররা। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত পার্টনারশিপ পাকিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে আসে।

তারপরে টুইট করে শাহিন আফ্রিদির অনুপস্থিতির কথা জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। শোয়েব মালিকের মতে, ‘এশিয়া কাপে পাকিস্তান শাহিন আফ্রিদিকে খুবই মিস করবে। আফ্রিদি না থাকায় পাকিস্তানের এশিয়া কাপ জেতা অসম্ভব না হলেও খুবই কঠিন হয়ে পড়ল।’