টলিউড,বিনোদন,গসিপ,শ্রাবন্তী চ্যাটার্জী,ট্রোলিং,প্রেম,বিতর্ক,Tollywood,Entertainment,Gossip,Shrabanti Chatterjee,Trolling,Relationship,Controversy

‘খুব ল্যাদ খায়, জিম যেতে চায় না’, অবশেষে চতুর্থ প্রেমিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তাকে গসিপ কুইন বললেও অত্যুক্তি হবে না। যতটা না তার অভিনয় নিয়ে চর্চা হয় তার চেয়ে অনেক বেশি চর্চা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে। সপ্তাহখানেক আগেই মালদ্বীপ ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন তিনি। সে নিয়েও কম সমালোচনা হয়নি।

মালদ্বীপ থেকে নিজের একার ছবি শেয়ার করলেও নিন্দুকদের বক্তব্য প্রেমিক অভিরূপ নাগের সঙ্গে ঘুরতে গেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে গেলেও এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী। অভিরূপের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

সম্প্রতি বাংলার জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় তার ঘনিষ্ঠ বন্ধু অভিরূপের সম্পর্কে। সেই প্রশ্নের উত্তরে যদিও প্রেম বা ঘনিষ্ঠতার কথা স্বীকার করেননি তিনি। তবে শ্রাবন্তী জানিয়েছেন যে, অভিরূপ তার বিশেষ বন্ধু। তিনি এও জানান যে নিজের যে কোনো সমস্যায় এই স্পেশাল ফ্রেন্ড তার পাশে থাকে।

সাংবাদিকরা তাকে অভিরূপের সম্পর্কে তিনটি ভালো দিক বলতে বললে তিনি জানান যে, ‘মানুষ হিসেবে খুব ভালো, খুব পরিবারের দিকে নজর দেয়, যা আমার সবচেয়ে ভালো লাগে আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হল কাজের পর খুব ল্যাদ খায়। জিম করতে বলি তাও করে না।’

পাশাপাশি অভিনেত্রী এটাও জানিয়েছেন যে তাদের বন্ধুত্ব এখন শুধু তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ নেই। তা পৌঁছে গেছে পারিবারিক বন্ধুত্বে। অভিনেত্রীর কথায়, ‘এখন অবশ্যই অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধুরা পাশে থাকে। আরবানার অনেকে আছে। খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি।’

জন্মদিনের আর কয়েকটা দিন মাত্র বাকি, অভিনেত্রী কি আবারও বিশেষ বন্ধুর সাথেই ছুটি কাটাতে যাচ্ছেন? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ঝিনুককে নিয়ে ব্যাংককে যাওয়ার ইচ্ছে আছে। বিশেষ বন্ধু নাও যেতে পারে!’ পাশাপাশি ট্রোলারদেরকেও এক হাত নিলেন নায়িকা। বেশ কটাক্ষ শানিয়েই বললেন, ‘আমাকে নিয়ে ট্রোল করে যদি কারও একটু লাভ হয় তাতে ক্ষতি কি! লকডাউনে অনেকের কাজ হারিয়েছে। তাঁরা যদি আমাদের নিয়ে ট্রোল করে দু’ পয়সা রোজগার করে তাহলে তো ভালোই!’

Avatar

Moumita

X