Arijit

তাঁর জন্য ১২.২৫ কোটি টাকা খরচ করে ভুল করেনি KKR, কার্যত নিজেই বলে দিলেন শ্রেয়স

এবার নিলামের আগে নিজেদের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিকভাবেই এবারের নিলামে একজন অধিনায়ক এর খোজে ছিল কেকেআর শিবির। এবার নিলামে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত শ্রেয়স আইয়ারকে ছিনিয়ে নেয় কেকেআর।

   

এবার নিলামে একজন দক্ষ অধিনায়কের খোঁজে ছিল কেকেআর, ব্যঙ্গালোর এবং পাঞ্জাব। আর অধিনায়ক হিসেবে শ্রেয়স আইআর এর থেকে ভালো বিকল্প কেউ হতে পারে না। স্বাভাবিক ভাবেই শ্রেয়স আইআর কে নেওয়ার জন্য তিনটি ফ্র্যাঞ্চাইজিই ঝাপিয়েছিল। তবে শেষ পর্যন্ত লড়াই করে 12 কোটি 25 লক্ষ টাকার বিনিময়ে শ্রেয়স আইআরকে ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স।

কে কে আর যে তাকে এত বিরাট অর্থ দিয়ে দলে নিয়ে কোন ভুল করেনি সেটাই এইদিন বুঝিয়ে দিলেন শ্রেয়স আইয়ার। এইদিন এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমি একেবারে খেলোয়াড়দের অধিনায়ক। আমি এমন একটা পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমরা একটা লক্ষ্যের বিষয়েই ভাবব। সেটা হল জয়। কেকেআরে অবশ্যই আমার মানসিকতা আলাদা হবে। সিদ্ধান্ত নেওয়া এবং অধিনায়কত্বের দিক থেকে আমি অনেক বেশি পরিণত এবং অভিজ্ঞ। তাই দলের প্রত্যেকের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি এবং সেই পরিবেশ করতে মুখিয়ে আছি, যা দলকে অন্য স্তরে খেলতে সাহায্য করবে।’