আইপিএল থেকে ছিটকে গিয়েও দলের খেলায় গর্বিত শ্রেয়স, প্রশংসায় ভরিয়ে দিলেন এই ক্রিকেটারকে

গতকাল লখনউ সুপার জায়ান্টস এর বিরুদ্ধে আইপিএল এর ডু অর ডাই ম্যাচে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হল কলকাতাকে। অপরদিকে এই ম্যাচ হারলেই প্লে অফের লড়াই থেকে ছিটকে যেত কলকাতা নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একেবারে শেষ পর্যন্ত লড়াই করে হেরে গেল কেকেআর, সেই সঙ্গে এবারের আইপিএল থেকে ছিটকে গেল কেকেআর।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে 210 রানের বিরাট স্কোর খাড়া করে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। সেই সময় অধিনায়ক শ্রেয়স আইআর এবং নীতিশ রানা কেকেআর কে জয়ের স্বপ্ন দেখায়। তবে একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। সেই সময় মাত্র 15 বলে 40 রান করে কলকাতাকে জয়ের স্বপ্ন দেখায় রিঙ্কু সিং। তবে দু বল বাকি থাকতেই রিঙ্কু আউট হয়ে যায়। আর 2 রানে এই ম্যাচ হেরে যায় কেকেআর।

লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে শ্রেয়স আয়ারদের। কিন্তু তার পরেও দুঃখ পাননি কেকেআর অধিনায়ক শ্রেয়স। তাঁর দুঃখ ভুলিয়ে দিয়েছেন রিঙ্কু সিংহ। ম্যাচ হেরেও তাই শ্রেয়সের মুখে শুধুই রিঙ্কুর কথা।
ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘‘আমি একটুও দুঃখ পাইনি। আমার জীবনের অন্যতম সেরা ম্যাচ খেললাম। যে ভাবে আমরা লড়াই করেছি তা এক কথায় অসাধারণ। যে ভাবে রিঙ্কু শেষ পর্যন্ত আমাদের জয়ের কাছে নিয়ে গিয়েছিল তার তুলনা নেই। কিন্তু দুর্ভাগ্য যে ও শেষ করতে পারল না। নইলে ম্যাচের হিরোর মর্যাদা পেত। শেষ মুহূর্তে আউট রিঙ্কু মেনে নিতে পারেনি। কিন্তু ও যে ভাবে খেলেছে তাতে আমি ওর জন্য খুব খুশি।’’

Avatar

Koushik Dutta

X