Arijit

কোহলির জায়গা কি কেড়ে নেবে শ্রেয়স আইয়ার! কি বললেন বিরাটের ছোটবেলার কোচ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই তালিকা রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, যাশস্প্রীত বুমরাহ, মহম্মদ সামিরা। ভারতের সিনিয়র ক্রিকেটাররা বিশ্রামে থাকায় সম্পূর্ণ জুনিয়র দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। ইতিমধ্যে সিরিজও জিতে ফেলেছে ভারতীয় দল।

   

কোহলির জায়গায় প্রথম দুটি এক দিনের ম্যাচে তিনে খেলতে নামেন শ্রেয়স আইয়ার। নেমে ভাল খেলেছেন শ্রেয়স আইয়ার। দুটি ম্যাচেই অর্ধশতরান করেছেন। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে কোহলির জায়গায় তিন নম্বরে আইয়ারের দলে ঢোকার দাবি জোরালো হতে পারে।

কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা অবশ্য এমনটা একেবারেই মনে করছেন না। তাঁর সাফ কথা, “আমার মনে হয় না এখন বা অদূর ভবিষ্যতে তিন নম্বরে কোহলীকে সরানোর মতো কেউ রয়েছে। তবে একইসঙ্গে তরুণ ক্রিকেটারদের তৈরি করে রাখা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তারা যাতে তিন নম্বরে খেলতে পারে সেটা দেখতে হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা আগামীদিনে দেখা যেতে পারে। শুধু যে শ্রেয়স আইয়ারই ওর জায়গা নিয়ে নেবে এমনটা নয়।”