Arijit

বড় ধাক্কা ভারতের! কোহলির পর চোটের জন্য ছিটকে গেলেন আরও এক তারকা

পিঠে ব্যথার কারণে জোহানেসবার্গে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেনি ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির পরিবর্তে এই ম্যাচে দলে নেওয়া হয়েছে হনুমা বিহারিকে। তবে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন কেন ফর্মে থাকা শ্রেয়স আইআরকে নেওয়া হল না প্রথম একাদশে? আইআর এর পরিবর্তে কেন দলে নেওয়া হল হনুমা বিহারিকে?

   

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শ্রেয়াস আইআর। তার সত্ত্বেও শ্রেয়াসের পরিবর্তে হনুমা বিহারিকে কেন নেওয়া হল দ্বিতীয় টেস্টে? এই প্রশ্নে জেরবার হয়েছে বিসিসিআই।

এর জবাবে বিসিসিআই এর তরফ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে আরও খারাপ খবর ভারতীয় ক্রিকেট দলের জন্য। বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে, পেটের সমস্যা জনিত কারণের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইআর।’ অর্থাৎ বিরাট কোহলির পর ফের চোট সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট থেকে ছিটকে গেলেন আরও এক তারকা ব্যাটার। যা নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য উদ্বেগের কারণ।