Shruti Das opens up about Tollywood Industry and why she is not seen anymore in tv Serials

সৎ পথে কাজ পাওয়া যায় না! টলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক অভিযোগ শ্রুতির

পার্থ মান্নাঃ শ্রুতি দাস নামটা কমবেশি সকলের কাছেই চেনা। এক সময় জি বাংলার পর্দায় ‘রাঙা বউ’ ধারাবাহিকের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।  এরপর ওয়েব সিরিজ থেকে বড়পর্দার ছবিতেও দেখা মিলেছে তাঁর। তবে নতুন করে কোনো সিরিয়ালে আর দেখা মেলেনি। কেন হচ্ছে এমনটা? এবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন স্বয়ং শ্রুতি।

হিসেবে মত এটাই শ্রুতির বিয়ের পর প্রথম দুর্গাপুজো। এদিকে শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয় তাহলে ব্যস্ততাও ছিল চরমে। বর্তমানে দুটি প্রজেক্টের সাথে যুক্তি রয়েছেন অভিনেত্রী। একটি হল ‘আমার বস’ সিনেমা, যার প্রজন করেছে উইন্ডোজ প্রোডাকশন। আরেকটি হল svf এর ওয়েব সিরিজ। এর ফাঁকেই পুজোর বিরতিতে টেলি ইন্ডাস্ট্রি সম্পর্কে বেশ কিছু কথা জানা গেল অভিনেত্রীর তরফ থেকে।

এদিন শ্রুতি জানান, ‘আমার দৃঢ় বিশ্বাস কেরিয়ারের দিক থেকে আমায় কেউ আটক রাখতে পারবে না। এবছর মাত্র দুটোই কাজ করেছি। যদিও  আমি খুব বেশি কাজ করতে চাই তেমনটাও নয়, টাকার লোভ আমার নেই। তবে যে কাজটা করব সেটা যতক্ষণের জন্যই হোক না কেন সেটা যেন দর্শকদের কাছে প্রশংসা পায়। সৎ পথে কাজ করতে চাই। সৎ পথে থাকলে ব্যাক টু ব্যাক কাজ পাওয়া যায় না। তাই আমিও কাজ পাচ্ছি না।’

এখানেই শেষ নয়, অতীনেত্রী আরও বলেন, আমি কাজ চাইতে কোথাও যাই না। তবে কাজের খোঁজে সবাইকেই মেসিকে করে হয় কেউ উত্তর দেয়নি। যদিও আমার বিশ্বাস একদিন আমি এতটাই ব্যস্ত হবে যে এই মানুষেরাই হয়তো প্রস্তাব দিতে ফোন করবে যদিও এই হয়তো পাল্টা ফোন করতেও পারবো না।

অবশ্য খারাপ সময়ে যারা পাশে এসেছেন তাদের সকলকেই মনে র্কেযেছেন অভিনেত্রী। এবছর মা দুর্গার কাছে প্রার্থনা, যতটুকু যোগ্যতা আছে সেই অনুযায়ী যেন কাজ পাই। ব্বিশাল কিছু আমার চাই না। এখন অপেক্ষা ফের নতুন গল্পের প্রোমো ও দিনক্ষণ জানার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X