Shahrukh Khan

Moumita

বড়পর্দায় ঝড় তুলে এবার ওটিটি-তে আসছে ‘পাঠান’, সঙ্গে দর্শকদের জন্য থাকছে বিরাট চমক!

কিং খান কামব্যাক করবেন আর ধামাকা হবেনা তাই কখনও হয়! দীর্ঘ ৫ বছর পর রীতিমতো ঝড় তুলেছেন বক্স অফিসে। ইতিমধ্যেই ১০০০ কোটির বেঞ্চমার্ক পার করে গেছে পাঠান (Pathan)। সমস্ত বিতর্ক বয়কটের হুমকি কার্যত সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে শাহরুখ (Shahrukh Khan) বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলেই বাদশা।

   

পাশাপাশি ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দও গড়ে ফেলেছেন নজিরবিহীন উদাহরণ। নতুন প্রজন্মের অন্যতম সেরা পরিচালক বলেও জনপ্রিয় হয়েছেন তিনি এক ছবিতেই। সম্প্রতি এই সিদ্ধার্থই জানিয়েছেন এক নতুন খবর‌। তিনি জানিয়েছেন, একটি দৃশ্য, যা ছবিতে দেখানো হয়নি তা হয়তো ওটিটিতে দেখা যাবে।

আসলে ‘পাঠান’-র সফর এতটাও স্মুথ ছিলনা। ছবি মুক্তির আগে গোটা দেশের পরিবেশ ছিল থমথমে। আসমুদ্রহিমাচল তখন বয়কটের ডাক। ছবির গান ‘বেশরম রং’ নিয়ে তখন দেশজুড়ে বিতর্কের ঝড়। কুরুচিকর দৃশ্যে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে, এমনটাই অভিযোগ করেন নেটিজনরা।

আসলে দীপিকার গেরুয়া বিকিনি এবং বেশরম রং শব্দের কম্পোজিশন দেখে খেপে উঠেছিল দর্শকরা। এছাড়াও নানা দৃশ্য এবং সংলাপ নিয়েও আপত্তি তুলেছিল দর্শকরা। সবশেষে সেন্সরবোর্ড ছবির অনেক সংলাপ এবং দৃশ্য বাদ দিয়ে ছবি মুক্তির পারমিশন দেয়।

সাম্প্রতিক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, ‘পাঠান চরিত্রের যে কোনও ধর্ম নেই, তা খুব সচেতন সিদ্ধান্ত। তার কাছে শুধু নিজের শিকড়, নিজের দেশ খুঁজে পাওয়া জরুরি ছিল। আব্বাস, শ্রীধর, আদি এবং আমার ভাবনার মধ্যে সমন্বয় আছে। একই ধরনের সিনেমা দেখে আমাদের বেড়ে ওঠা, আমাদের বিশ্বাসও একই আদর্শে। আমরা পরস্পরের সঙ্গে একই ধরনের আবেগ এবং চিন্তা ভাগাভাগি করে নিই।’

তিনি আরো বলেন, ‘ঘটনা হল, ‘পাঠান’ চরিত্রটিই সেই আবেগ। এর কোনও নাম নেই। ‘পাঠান’ চরিত্রকে একটি সিনেমাহলের মধ্যে পাওয়া গিয়েছে, যার নাম ‘নবরঙ্গ’। সম্পাদনার সময় সেই দৃশ্য বাদ যায়, হয়তো সেটি আবার ওটিটি সংস্করণে ফিরিয়ে আনা হবে।’ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল হয়ত এই ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে।