Iman Chakraborty Harrasment

Moumita

‘ওকে বেশি করে কলা দে’, নোংরা কটূক্তির শিকার জাতীয় পুরষ্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী

গত বৃহস্পতিবার হঠাৎ করেই লাইভ (Facebook Live) করতে বসেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সেই সময়ই এক অত্যন্ত অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন তিনি। জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই গায়িকা জানান, প্রকাশ্য রাস্তায় নোংরা কটূক্তির (Harrasment) শিকার হতে হয়েছে তাকে। আর গতকাল রাতের সেই ঘটনাই ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সাথে।

   

এইদিন ফেসবুক লাইভে এসে ইমন জানান, প্রতিদিনের মত সেদিনও তিনি আর তার স্বামী নীলাঞ্জন এবং তাদের কিছু বন্ধুবান্ধবরা মিলে ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছিলেন। এরপর একটি চায়ের দোকানে চা খান তারা। সেই দোকানের পাশে একটি ফলের দোকানও আছে। যেখান থেকে তিনি মাঝে মাঝেই ফল কিনে থাকেন।

অন্যথা হয়নি সেদিনও। খেলা শেষে সংশ্লিষ্ট দোকান থেকে ফল কিনতে যান ইমন। আর সেখানেই ঘটে এই অপ্রীতিকর ঘটনা। ইমন জানান, ফলের দোকানে বসে থাকা এক ব্যক্তি তাকে শুনিয়ে দোকানদারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপেলের দাম কত রে? ওনাকে একটু বেশি করে আপেল দে, বেশি করে কলা দে’।

Iman Chakraborty,Iman Chakraborty harassment,Iman Chakraborty harassed,টলিউড,বিনোদন,গসিপ,ফেসবুক লাইভ,ইমন চক্রবর্তী,হ্যারাসমেন্ট,ইমন চক্রবর্তী হ্যারাসড,ইমন চক্রবর্তী হ্যারাসমেন্ট,Tollywood,Entertainment,Gossip,Controversy,Facebook Live,Harrasment

প্রথম দিকটা অতটা আমল দেননি ইমন ও তার সঙ্গী সাথীরা। তবে লোকটি নাকি তাতেও থামেননি। ফলের দোকান থেকে চলে আসার পরও নাকি এক দৃষ্টিতে তাকিয়ে ছিল তার দিকে। তাকে দেখে অশালীন অঙ্গভঙ্গিও করেছে সে। এরপর আর সহ্য করতে পারেননি গায়িকা।

সোজা রিজেন্ট পার্ক থানায় গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ইমন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করেও নিয়ে গেছে। পুলিশ সূত্রে খবর, নিগ্রহ, শারীরিক হেনস্থা, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন গায়িকা। আর তারপরেই ফেসবুকের লাইভ করে বিষয়টি সম্পর্কে অনুরাগীদের অবগত করেছেন তিনি।

Iman Chakraborty,Iman Chakraborty harassment,Iman Chakraborty harassed,টলিউড,বিনোদন,গসিপ,ফেসবুক লাইভ,ইমন চক্রবর্তী,হ্যারাসমেন্ট,ইমন চক্রবর্তী হ্যারাসড,ইমন চক্রবর্তী হ্যারাসমেন্ট,Tollywood,Entertainment,Gossip,Controversy,Facebook Live,Harrasment

ইমনের কথায়, ‘এই ভিডিও যে মেয়েরা দেখছ, প্রত্যেককে বলব, তোমাদের সঙ্গে যদি কিছু হয় তাহলে চুপ করে থেকো না। চুপ থাকলেই এই মানুষরা এমন করে।’ ইমনের সংযোজন, ‘প্রত্যেকে বলছে লোকটার মাথা খারাপ। কিন্তু যখন কোনও ছেলে ফল কিনছে তখন তো কিছু বলছেন না। এমন সব ফলের নাম নিচ্ছেন যার মানে অন্য হয়।’