বলিউড,বিনোদন,গসিপ,সঙ্গীত শিল্পী,অরিজিৎ সিং,মোনালি ঠাকুর,Bollywood,Entertainment,Gossip,Singer,Arijit Singh,Monali Thakur

Moumita

রিয়েলিটি শো-র মঞ্চ থেকে রিজেক্ট হয়েছিলেন, আজ সেইসব শো-র বিচারক ভারতের এই ৫ জনপ্রিয় সঙ্গীতশিল্পী

বলিউডে এমন বহু সঙ্গীতশিল্পী আছেন যাদের কেরিয়ার শুরু হয়েছিলো বিভিন্ন রিয়েলিটি শো দিয়ে। এককালে এইসব শিল্পীরা প্রতিযোগী হয়ে পা রাখলেও আজ সিনে দুনিয়ার মহীরুহ হয়ে উঠেছে তারা। তবে এমনও কিছু তারকা আছেন যারা এককালে এইসব প্রতিযোগীতা থেকে রীতিমত বাদ পড়ে গেছিলেন। কিন্তু মনোবল না হারিয়ে ভাগ্যকে নিজেরাই তৈরি করে নিয়েছেন তারা। আজ হয়ে উঠেছেন সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র।

   

জুবিন নটিয়াল : এইমুহুর্তে বলিউডের সেরা গায়কদের মধ্যে একজন হলেন জুবিন নটিয়াল। প্রথমে তিনি আসেন ‘ইন্ডিয়ান আইডল’-এ। শোতে তিনি প্রতিযোগী হিসেবে এসেছিলেন। কিন্তু শীর্ষ ২৫ প্রতিযোগীর মধ্যে সিলেক্ট হওয়ার পরেই শো থেকে বাদ পড়ে যান তিনি। আর আজ সেই গায়কই বিভিন্ন শো-এর বিচারক।

বলিউড,বিনোদন,গসিপ,সঙ্গীত শিল্পী,অরিজিৎ সিং,মোনালি ঠাকুর,Bollywood,Entertainment,Gossip,Singer,Arijit Singh,Monali Thakur

অরিজিৎ সিং : সঙ্গীত জগতের অন্যতম সুপরিচিত নক্ষত্র হলেন অরিজিৎ সিং। আজ জগৎজোড়া খ্যাতি তার। এই মহান গায়ককে প্রথম দেখা গিয়েছিলো গানের রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এ। শোতে, তিনি শীর্ষ-৩ তে নিজের জায়গা তৈরি করেছিলেন কিন্তু পরে কম ভোট পাওয়ার কারণে শো থেকে বাদ পড়ে যান তিনি। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়কের তালিকা তৈরি করলে তার নাম আসবে সবার আগে।

বলিউড,বিনোদন,গসিপ,সঙ্গীত শিল্পী,অরিজিৎ সিং,মোনালি ঠাকুর,Bollywood,Entertainment,Gossip,Singer,Arijit Singh,Monali Thakur

ভূমি ত্রিবেদী : সাল ২০০৫-এ রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল সিজন-৫’-এ অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু শো জেতার মুখ থেকে ছিটকে যান ভূমি। এরপর জনপ্রিয় গান ‘রাম চাহে লীলা’ গানের হাত ধরে নিজের জায়গা তৈরি করেন বলিউডে। আজকের দিনে ভূমির গান মানুষ মুখে মুখে।

বলিউড,বিনোদন,গসিপ,সঙ্গীত শিল্পী,অরিজিৎ সিং,মোনালি ঠাকুর,Bollywood,Entertainment,Gossip,Singer,Arijit Singh,Monali Thakur

তোশি সাবরি : একদা এই শিল্পীও রিয়েলিটি শোতে পরাজয়ের মুখোমুখি হয়েছেন। ২০০৭ সালের রিয়েলিটি শো ‘আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়া’-তে অংশ নিয়েছিলেন তিনি। শো-য়ে টপ ১০ অবদি পৌঁছে গেছিলেন তিনি। কিন্তু তারপরেই ছিটকে যান শো থেকে। বর্তমান দিনে তার নাম জানেনা এমন মানুষ দেশে বিরল। একাধারে গায়ক এবং সঙ্গীত পরিচালক হিসেবে ব্যাপক নাম কুড়িয়েছেন তিনি।

বলিউড,বিনোদন,গসিপ,সঙ্গীত শিল্পী,অরিজিৎ সিং,মোনালি ঠাকুর,Bollywood,Entertainment,Gossip,Singer,Arijit Singh,Monali Thakur

মোনালি ঠাকুর : একটা সময় ছিলো যখন নিজেকে সম্পূর্ণ ব্যর্থ মনে করেছিলেন তিনি। ২০০৫ সালে রিয়েলিটি শো “ইন্ডিয়ান আইডল সিজন ২” এ শীর্ষ ১০ অবদিও পৌঁছে গেছিলেন তিনি। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে শো জিততে পারেননি তিনি। আজকে বলিউডের অন্যতম সেরা গায়িকা মোনালি।