Arijit

প্রতিমাসে মাত্র হাজার টাকা বিনিয়োগ করে পেয়ে যান ২৬ লাখ টাকা

ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তিত। বিশেষ করে চাকরি পরবর্তী জীবন নিয়ে আমাদের মধ্যে একটা চিন্তা থেকেই যায়। আর তাই ভবিষ্যতের জন্য আমরা সকলেই সঞ্চয় করে রাখি। তবে সঞ্চয় যদি সঠিক ভাবে করা যায় তাহলে ভবিষ্যতে অনেক বেশি মুনাফা অর্জন করা হয়। এর জন্য বিনিয়োগ করতে হবে মাসে মাত্র 1 হাজার টাকা। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের স্কিমে রয়েছে এমনই বিশেষ সুবিধা।

   

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বেশকিছু সুবিধা রয়েছে যা জানলে আপনিও বিনিয়োগ করতে আগ্রহী হবেন। মাত্র 20 বছর বয়স থেকেই এই স্কিমের আওতায় আসা যেতে পারে।

কোন ব্যক্তি যদি 25 বছর পর্যন্ত 1000 টাকা করে জমায় তাহলে প্রথম পাঁচ বছরে 5.32 লাখ টাকা, দ্বিতীয় মেয়াদে 8.24 লাখ টাকা, তৃতীয় মেয়াদে 12.36 লাখ টাকা, চতুর্থ মেয়াদে 18.15 লাখ টাকা, পঞ্চম মেয়াদে 26.32 লাখ টাকা।