Smartphone: টেক্কা পাবে না iPhone, Xiaomi 14 Ultra-র ফিচার্স শুনলে কেনার জন্য লাফাবেন

নিউজশর্ট ডেস্কঃ চলতি বছরের মার্চ মাসে Xiaomi ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন Xiaomi 14 Ultra আনার কথা ঘোষণা করে। আর এরপরে এই সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম flipkart-এর মাধ্যমে প্রথমবার ওপেন সেলে এটি বিক্রির জন্য চালু করা হলো। এক্ষেত্রে অফার হিসাবে ব্যাংক কার্ড ডিসকাউন্ট, নো কস্ট ইএমআই, এক্সচেঞ্জ বোনাসের মত নানা রকমের সুযোগ সুবিধা পাওয়া যাবে। আজকের এই প্রতিবেদনে নতুন Xiaomi 14 Ultra দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

এই ফোনের ক্ষেত্রে অফার হিসাবে HDFC এবং ICICI সহ নির্বাচিত কিছু ব্যাংকে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ফোনের দামের থেকে ফ্ল্যাট 5000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এর পাশাপাশি নো কস্ট ইএমআইয়েরও সুবিধা রয়েছে। আপনি পুরনো মোবাইল আপডেট করে এই ফোন কিনলে 5000 টাকার অ্যাক্সেস বোনাস ও পেতে পারেন।

XIAOMI 14 ULTRA-র স্পেসিফিকেশন:

এই স্মার্টফোনে 6.73 ইঞ্চির কিউএইচডি+ (3200×1440 পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে। এই ফোনের 1920 হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ডলবি ভিশন এবং ডিসি ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে থাকে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে রান করে থাকে।

আরও পড়ুন: Smartphone: প্রথমবার এই জবরদস্ত প্রযুক্তি আনছে Vivo! গ্রামের মানুষেরা উপকৃত হবেন বেশি

এই ফোন 5,300 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 90 ওয়াট ওয়্যার্ড, 80 ওয়াট ওয়্যারলেস এবং 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনের দাম 99,999 টাকা। এই ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে হোয়াইট ও ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

Avatar

Papiya Paul

X