Arijit

বিরাট-রোহিতদের কি টপকে যেতে চলেছেন এই মহিলা ক্রিকেটার

ভারতের পুরুষ ক্রিকেটের পাশাপাশি পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে মহিলা ক্রিকেটেরও। পুরুষদের ছাপিয়ে মহিলা ক্রিকেটাররাও একের পর এক রেকর্ড করে চলেছেন। এবার পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দু হাজার রানের মাইলফলক স্পর্শ করতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা।

   

এখনও পর্যন্ত 84 টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্মৃতি। তাঁর সংগ্রহ 1971 রান। গড় 25.93, স্ট্রাইক রেট 120.84। অর্থাৎ দু হাজার রানের মাইলফলক স্পর্শ করতে আর 29 রান প্রয়োজন তাঁর।

স্মৃতির আগে এই মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলী, রোহিত শর্মা, মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌর। টি-টোয়েন্টিতে রোহিতের সংগ্রহ 3313 রান। 125 টি ম্যাচ খেলেছেন তিনি। বিরাটের সংগ্রহ 3296 রান। তিনি খেলেছেন 97 টি ম্যাচ। মিতালি 89 টি টি-টোয়েন্টি খেলে করেছেন 2364 রান। 121 টি-টোয়েন্টি খেলে হরমনপ্রিত করেছেন 2319 রান। এঁদের পরেই তালিকায় আসতে পারেন স্মৃতি।