Arijit

ঐতিহাসিক দিবারাত্রি টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে ৭২ বছর আগের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন স্মৃতি মান্ধানা

এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান হলেন ওপেনার স্মৃতি মান্ধানা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বেশ কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলে নিজের উইকেট ছুড়ে দিয়েছিলেন তিনি। তারপর তাকে অধিনায়ক মিতালি রাজ এর রোষের মুখেও পড়তে হয়েছিল। স্মৃতিকে আরও অনেক বেশি দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন মিতালি রাজ। আর তারপর থেকেই নিজেকে পাল্টে ফেলেছেন স্মৃতি মান্ধানা।

   

আর এই দুরন্ত ছন্দ থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের মধ্যে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট এ দুর্দান্ত সেঞ্চুরি করলেন স্মৃতি মন্ধনা। 127 রানের ঝকঝকে ইনিংস এল স্মৃতির ব্যাট থেকে। আর এই ইনিংস খেলে একাধিক বিশ্ব রেকর্ড গড়লেন স্মৃতি।

এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মলি হাইডের দখলে। ১৯৪৯ সালে মহিলা ব্রিটিশ ক্রিকেটার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে ১২৪ রান করেছিলেন। এটাই এত দিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বোচ্চ রান ছিল। এই দিন ১২৭ রান করে ৭২ বছর আগের সেই রেকর্ডও ভেঙে দিলেন স্মৃতি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে ফেললেন স্মৃতি।