Papiya Paul

বাংলা ইন্ড্রাস্ট্রির বড়ো খবর, একসঙ্গে এই ছবিতে কাজ করবেন দেব-সোহম-মিঠুন! জল্পনা তুঙ্গে

নিউজশর্ট ডেস্কঃ বাংলা চলচ্চিত্র(Bengali Cinema) জগৎকে উন্নত করার জন্য এগিয়ে চলেছেন প্রযোজকেরা। এখন বাণিজ্যিক ছবির পরিবর্তে দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে ভিন্ন ধারার ছবি করছেন নির্মাতারা। টলিউডের(Tollywood) এমনই একজন জনপ্রিয় প্রযোজক এবং অভিনেতা হলেন দেব(Dev)। নিজেকে ভেঙেচুড়ে নতুনভাবে গড়েছেন অভিনেতা। নিত্যনতুন কনসেপ্টে ছবি প্রযোজনা করছেন তিনি।

   

তার বেশ কিছু সিনেমা যেমন ব্লকবাস্টার হিট হয়েছে তেমনি ফ্লপের তালিকাটাও বেশ লম্বা। তবুও থেমে থাকার পাত্র নন তিনি। আর এবার দেবের সঙ্গে নাকি হাত মিলিয়ে বড়সড়ো চমক আনছেন অভিনেতা এবং প্রযোজক সোহম চক্রবর্তীও(Soham Chakraborty)। এই গুঞ্জন কতটা সত্যিই তা অবশ্য জানা যায়নি। তবে এবার শোনা যাচ্ছে, সোহম চৌধুরী প্রযোজিত ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে দেব এবং সোহমকে।

যদিও এই মুহূর্তে তারা অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবিতে একসঙ্গে কাজ করছেন।  এই ছবিতে কাজ করার সাথে সাথেই নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন এই দুই নায়ক। তাদের সঙ্গে মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)ও থাকবেন বলে শোনা যাচ্ছে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, এই মুহূর্তে মিঠুনের পারিশ্রমিক আকাশছোঁয়া। তাই তার নতুন ছবিতে মিঠুনকে নিতে পারবেন কিনা সোহম সেই বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, সুমন ঘোষের ছবি ‘কাবুলিওয়ালা’ ছবির শুটিংয়ে এখন ব্যস্ত আছেন মিঠুন। তার এবং দেবের ‘প্রজাপতি’ সিনেমা যা সাফল্য পেয়েছে সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এদিকে সোহমের সঙ্গেও তার সম্পর্ক ভালো। তাই আগামীদিনে এই তিন অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে কিনা সেটা অবশ্য সময় বলবে।