Sohini Sarkar send legal notice to ex lover Ranajoy Bishnu

‘কুকথা’ রটাচ্ছে প্রাক্তন! রণজয় বিষ্ণুকে আইনি নোটিশ পাঠালেন সোহিনী সরকার

নিউজশর্ট ডেস্কঃ একমাসও হয়নি বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। বিগত একবছর যাবৎ চুটিয়ে প্রেম করার পরে ১ ৫ ই জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শোভন ও সোহিনী। কিন্তু তারপর থেকেই নাকি অতীতের সম্পর্ক নিয়ে প্রাক্তনকে নিয়ে কুকথা বলতে শুরু করেছেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। সোহিনীকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই তবে অনেকের মতে পিছনে নাকি অনেক কথা বলেছেন যেটা আপত্তিকর বলে মনে করেন সোহিনী।

রণজয় বিষ্ণুকে আইনি নোটিশ সোহিনীর!

এবার জানা যাচ্ছে অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সোহিনী। অবশ্য তিনি একা নন আরেক অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাও আছেন সেই তালিকায়। আসল ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে, যখন নাম না করেন প্রাক্তনরা বলেন অভিনেতা নাকি প্রেমিকাদের ATM কার্ডের মত ব্যবহার করেন। এই অভিযোগ মানতে চাননি অভিনেতা। পাল্টা তিনি জানান, এই ধরণের মন্তব্যের জন্য তাঁর পরিবারকে মানসিকভাবে হেনস্থা হতে হয়েছে। তাই এর জবাব তিনি আইনি পথেই দেবেন।

এরপরেই জানা যায় অভিনেতার নামে মানহানির মামলা করেছেন অভিনেত্রী। সোহিনীর নোটিশ দেওয়ার পরেই সায়ান্তনীও একইভাবে নোটিশ পাঠিয়েছেন। যদিও এই প্রসঙ্গে দুই অভিনেত্রী বা অভিনেতা কেউই কোনো মন্তব্য করেননি। জানা যাচ্ছে, আইনজীবীদের সাহায্য নিচ্ছেন উভয়ই। তাই কি হবে সেটা আগামী দিনেই স্পষ্ট হয়ে যাবে।

আরও পড়ুনঃ ‘সব মিথ্যে, সাজানো…’ রিয়েলিটি শোয়ের নোংরামি নিয়ে বিস্ফোরক সুনিধি চৌহান

প্রসঙ্গত, টলিপাড়ায় অভিনেতার নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকের ধারণা ‘গুড্ডি’ সিরিয়ালে কাজের সূত্রে অভিনেত্রী শ্যামৌপ্তির সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এই নিয়ে অভিনেত্রীকে দিদি নং ১ এর মঞ্চে খোঁচাও খেতে হয়েছিল রচনা ব্যানার্জীর তরফ থেকে। তবে এখনও সম্পর্ক নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করেননি দুজনের কেউই।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X