Arijit

ভারতের জয়জয়কার বিশ্বজুড়ে! লং জাম্পে রুপো জিতে বিশ্বকে চমকে দিলেন ভারতের শৈলি

বিশ্ব যুব অ্যাথলেটিক্সে ভারতের জয়জয়কার। রূপো জিতে সারা বিশ্বকে চমকে দিল ভারতের শৈলি সিংহ। বিশ্ব যুব অ্যাথলেটিক্সে মহিলাদের লং জাম্পে রূপো জিতল ভারতের শৈলি সিংহ। সোনা জয়ের প্রায় কাছেই চলে গিয়েছিলেন শৈলি কিন্তু এক সেমির জন্য সোনা হাতছাড়া হল তার। তিনটি পদক জিতে এবারের বিশ্ব যুব অ্যাথলেটিক্স অভিযান শেষ করল ভারত। অল্পের জন্য সোনা হাতছাড়া হওয়ায় নিজের পারফরম্যান্স নিয়ে খুশি হতে পারেন নি শৈলি সিংহ। তবে শৈলি রূপো জেতায় খুশি গোটা দেশ।

   

এই বছর বিশ্ব যুব অ্যাথলেটিক্সের আসর বসেছে কিনিয়ার নাইরোবিতে। এই প্রতিযোগিতায় লং জাম্পের যোগ্যতা অর্জন পর্বের শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছে ছিলেন শৈলি। কিন্তু আসল জায়গায় বাজিমাত করতে পারলেন না। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেন তিনি। ফাইনালে শৈলি লাফায় 6.59 মিটার অপরদিকে 6.60 মিটার লাফিয়ে সোনা জিতে নেন সুইডেনের মাজা আসকাগ।

করোনার জন্য প্রায় দু-বছর অনুশীলন করতে পারেনি শৈলি। কিন্তু অনুশীলন শুরু করেই পদক জয়ের জন্য নিজেকে তৈরি করতে শুরু করেন শৈলি। অবশেষে পরিশ্রমের ফল পেলেন শৈলি। বিশ্ব যুব অ্যাথলেটিক্সের রূপো জিতলেন তিনি।