নিউজশর্ট ডেস্কঃ বাংলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র(Tourist Spot) হলো দীঘা।(Digha) প্রায় প্রত্যেক বছরই যে কোন সময় দিঘা ঘুরতে যেতে পছন্দ করেন বাঙালিরা। এখন শুধু বাঙালি নয় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে ও অনেক মানুষ এই সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তবে কলকাতা এবং তার আশেপাশে এলাকার মানুষেরা সবথেকে বেশি দীঘায় ঘুরতে যান।
আগে এত জনপ্রিয়তা না থাকলেও বর্তমানে এই দীঘার জনপ্রিয়তা তুঙ্গে। বছরের সব ঋতুতেই এখন লোকের ভিড় থাকে দীঘায়। দিঘাকে আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছে রাজ্য সরকার। ওল্ড দীঘা নিউ দীঘা দুটো সমুদ্র সৈকত সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে রাজ্য সরকার। যাতে করে আরো বেশি পর্যটকেরা আসতে পছন্দ করেন এই সমুদ্র তীরবর্তী এলাকায়। এবার শোনা যাচ্ছে এক অন্য কথা।
পর্যটকদের টুপি পড়াচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। দীঘায় ঘুরতে এলে সকলেই মোহনা যেতে পছন্দ করেন। মোহনা গেলে চারিদিকে মাছের দোকানে গিয়ে বাঙালির অন্যতম প্রিয় মাছ ইলিশ কেনার জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। এই ইলিশের টানেই পর্যটকেরা মোহনায় ছুটে যান। এই ইলিশ কেনার রাস্তাতেই নতুন ফাঁদ পেতেছে কিছু অসাধু ব্যবসায়ীরা।
পর্যটকদের একাংশের তরফ থেকে জানা গিয়েছে, কিছু ব্যবসায়ী মোহনায় ইলিশ মাছ কেনার সময় ইলিশ বলে সাগরের খয়রা মাছ চালিয়ে দিচ্ছেন। শুধু পর্যটক নয় কিছু ভালো ব্যবসায়ীরাও এই বিষয়ে অভিযোগ করেছেন। তবে বাঙালি পর্যটকদের তুলনায় অবাঙালি পর্যটকদের বেশি করে ঠকাচ্ছেন এই অসাধু ব্যবসায়ীরা। খয়রা মাছকে খোকা ইলিশ বলেও বিক্রি করছেন তারা। তাই দীঘায় গেলে মাছ কিনতে যাওয়ার আগে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন।