নিউজ শর্ট ডেস্ক: সত্যি কথা বলতে কম সময়ে কোটিপতি হওয়ার কোন সহজ মন্ত্র হয় না। তবে কোটিপতি (Millionaire ) হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখলেই চলবে না, তা পূরণ করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা এবং পরিশ্রমও করতে হবে। তাই গরিব থেকে ধনী হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখলেই হবে না নজের স্বপ্নকে সত্যি করতে কিছু বিষয়ে পরিকল্পনামাফিক কাজও করতে হবে।
তবে এক্ষেত্রে বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের দেওয়া কিছু টিপস (Tips) মাথায় রাখলেই মিলতে পারে সাফল্য। টাকা জমানোর জন্য মাসের প্রথমেই আয়ের পরিমাণ থেকে সঞ্চয় আলাদা করতে হবে। এরপর যে টাকা অবশিষ্ট থাকবে তা ব্যয়ের কাজে লাগান। তবে মাথায় রাখতে হবে আয় বৃদ্ধি না পাওয়া পর্যন্ত ব্যয় বাড়ানো চলবে না।
তাই টাকা জমানোর জন্য বাজেট পরিকল্পনা করে চলা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে মোট আয় এবং ব্যয়ের হিসাব যেন থাকে নখদর্পণে। মাসিক জমা-খরচের বাজেট তৈরির সময়, নিজের ব্যয়গুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে। এছাড়াও বাজেট তৈরির সময়, খেয়াল রাখতে হবে যাতে কোনও অপ্রয়োজনীয় টাকা খরচ না হয়। তার জন্য অতিরিক্ত কেনাকাটা এড়িয়েচলতে হবে।
টাকা জমানোর জন্য বিনা কারণে জিনিসপত্র কেনার অভ্যাস পাল্টাতেই হবে। এরফলে প্রয়োজনীয় জিনিস ভুলে অপ্রয়োজনীয় জিনিস কিনে ঘর বোঝাই করার হাত থেকেও মুক্তি মিলবে। সর্বোপরি পরিকল্পনা অনুযায়ী বাজেট মেনে চললে আখেরে লাভ হবে আপনারই। এরফলে আপনি ঠিকমতো বিনিয়োগও করতে পারবেন।
এছাড়াও লিস্ট বানিয়েও খরচ নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে টাকা এমনি জমিয়ে রাখা উচিত নয়। পরিবর্তে, সেই টাকা ফিক্সড ডিপোজিট (FD),গোল্ড লোন,স্টক মার্কেট, কিংবা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) বিনিয়োগ করুন। তবে বড় কোনো আর্থিক সমস্যায় না পড়লে লোন নেওয়া উচিত নয়। তাই শুরু থেকেই চাহিদা অনুযায়ী বাজেট তৈরি করে শুধুমাত্র নিজের সামর্থ্যের জিনিসগুলিই কেনা উচিত। তবে কোনো জিনিস যদি বাজেটের সঙ্গে মানানসই না হয়, তবে তা পরে কিনতে পারেন।