Bengali Actress

Moumita

বাংলা সিরিয়ালে অবাঙালি নায়িকাদের দাপট! বাঙালি না হয়েও অভিনয় জগত কাঁপাচ্ছেন এই ৪ অভিনেত্রী

বাংলা টেলিভিশনে (Television) এখন নতুন নতুন ধারাবাহিকের আনাগোনা। তার সাথে আসছে নতুন নতুন মুখ। এখন তো অবাঙালি নায়ক নায়িকারাও (Bengali Actress) ভিড় জমাচ্ছেন টলিপাড়ায়। এদের মধ্যে চারজনকে অভিনয় করতে দেখা যাচ্ছে দাপটের সঙ্গে। তাদের দেখে বোঝারও উপায় নেই যে তারা বাঙালি নন, অবাঙালি। এই চারজনকে নিয়েই আজকের প্রতিবেদন।

   

অ্যানমেরি টম : মালয়ালি বংশে জন্মগ্রহণ করেন তিনি। যদিও শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মামার বাড়িতেই। এরপর ধীরে ধীরে পা রাখেন ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে। এখন তো ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,গসিপ,বাংলা,বাঙালি,অবাঙালি,পল্লবী শর্মা,শ্বেতা মিশ্র,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Bengali,Non Bengali,Pallavi Sharma,Shweta Mishra

নেহা আমনদীপ : এই অভিনেত্রীও কিন্তু বাঙালি নন। পাঞ্জাবী পরিবারের এই কন্যা তো বাংলাদেশেও পৌঁছে গেছেন। তবে বাংলায় তার জনপ্রিয়তা বেড়েছিল ‘স্ত্রী’ ধারাবাহিকের পর থেকে। এরপর তো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন নেহা।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,গসিপ,বাংলা,বাঙালি,অবাঙালি,পল্লবী শর্মা,শ্বেতা মিশ্র,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Bengali,Non Bengali,Pallavi Sharma,Shweta Mishra

পল্লবী শর্মা : ‘নিম ফুলের মধু’র পর্নাকে বোধহয় সকলেই চেনেন। স্টার জলসার ‘কে আপন কে পর’ দিয়ে শুরু হয়েছিল জনপ্রিয়তা। এই ধারাবাহিকেই যে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন তা সত্যিই স্বপ্নাতীত। অনেকেই হয়ত জানেননা যে, তিনিও বাঙালী নন।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,গসিপ,বাংলা,বাঙালি,অবাঙালি,পল্লবী শর্মা,শ্বেতা মিশ্র,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Bengali,Non Bengali,Pallavi Sharma,Shweta Mishra

শ্বেতা মিশ্র : খলনায়িকার চরিত্রেই বেশি অভিনয় করে থাকেন তিনি। ভিলেইন চরিত্রেই পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। মাড়োয়ারি বাড়ির মেয়ে হয়েও তুখোড় বাংলা বলেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি মূলত উত্তরপ্রদেশের মেয়ে।