বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,সোনা মহাপাত্র,পাসুরি,সোশ্যাল মিডিয়া,ট্রোলিং,Bollywood,Entertainment,Gossip,Controversy,Sona Mohapatra,Pasoori,Social Media

নেহা কক্করের পর এবার চরম ট্রোলিংয়ের শিকার জনপ্রিয় গায়িকা সোনা, তার গলায় ‘পাসুরি’ গান শুনে রেগে আগুন শ্রোতারা

চলতি বছরে যে গানগুলি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে তারমধ্যে একটি হলো ‘পাসুরি’। আলি শেঠি এবং সাই গিলের গলায় গাওয়া এই গান দূর্দান্ত ফেম কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছিলো এই গান। আপনিও যদি সোশ্যাল মিডিয়ার ভক্ত হন তবে ‘পাসুরি’ গান নিয়ে একটা না একটা পোস্ট দেখেই ফেলেছেন।

ইনস্টাগ্রাম রিল থেকে ফেসবুক ভিডিয়ো- সর্বত্রই এই গান নিয়ে মাতামাতি। আর এই গান গেয়েই এবার জনতার রোষানলে পড়লেন সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র। গায়িকার মুখে ‘পাসুরি শুনে যারপরনাই ক্ষুব্ধ ভক্তমহল। গায়িকার নিন্দায় মুখর হয়ে উঠেছে নেট নাগরিকদের একাংশ।

আসলে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘পাসুরি’ গানের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে শ্রোতারা। আসলে এই গানটা আলি শেঠি ও সাই গিলের গাওয়া গানটি নয়। গানটি গেয়েছেন সোনা নিজে। আর সেই গানটিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,সোনা মহাপাত্র,পাসুরি,সোশ্যাল মিডিয়া,ট্রোলিং,Bollywood,Entertainment,Gossip,Controversy,Sona Mohapatra,Pasoori,Social Media ইনস্টাগ্রামে গানটি আসতেই তার দিকে ধেয়ে আসে একের পর এক আক্রমণ। কেউ বলেছেন, এই গানের সঙ্গে সোনাকে একেবারেই মানায়নি। আবার কেউ কটাক্ষের সুরে পরামর্শ দিয়েছেন যে, নেহা কক্করের মতো ‘কপি ক্যাট’ হয়ে যাবেন না। কেউ তো আবার গান গাওয়া বন্ধই করে দিতে বলেছে গায়িকাকে।

পাকিস্তান কোক স্টুডিও সিজন ১৬ তে ‘পাসুরি’ গানটি গেয়েছেন আলি শেঠি ও শিয়া গিল। গানটি এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে বিভিন্ন ভাষায় গাওয়া হয়েছে গানটি। আর এই গানটিকেই গাওয়ার দুঃসাহস দেখিয়েছেন সোনা। আর খুব স্বাভাবিকভাবেই তা মেনে নিতে পারেনি সঙ্গীতপ্রেমীরা।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই সঙ্গীতশিল্পী ফাল্গুনী পাঠকের জনপ্রিয় গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ রিমেক করে জনতার রোষানলের শিকার হয়েছে নেহা কক্কর। বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন স্বয়ং ফাল্গুনীও। সেই বিতর্ক শেষ হতে না হতেই আরেক নতুন বিতর্কের সূত্রপাত ঘটালো সোনা।

Avatar

Moumita

X