এইমুহুর্তে টেলিভিশনের অন্যতম একটি চর্চিত ধারাবাহিক হল (Bengali Serial) স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। হামেশাই সংবাদ শিরোনামে থাকে এই সিরিয়ালটি। টিআরপি (TRP) তালিকায় লাগাতার টপ করেছে সূর্য-দীপার কাহিনী। তবে এবার বোধহয় জনপ্রিয়তায় ভাঁটা পড়ছে।
যারা এই সপ্তাহের টিআরপি তালিকা দেখেছেন তারা তো জানেনই যে, ‘অনুরাগের ছোঁয়া’ স্লট লিড করেছে বটে তবে এক ধাক্কায় পয়েন্ট কমেছে অনেকটাই। ৯.১ থেকে সোজা নেমে গেছে ৮.৮-এ। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই কমেছে সিরিয়ালের জনপ্রিয়তা।
আর সম্প্রতি আবারও এসেছে বড় চমক। এটা তো সবাই দেখেছেন যে, সূর্য এবং দীপার মধ্যেকার ভুল বোঝাবুঝি এখনও মেটেনি। দুই যমজ মেয়ে সোনা-রূপা এখনও জানেনা তাদের গোটা পরিবারের আসল পরিচয়। টুকটাক বেশকিছু সত্যি সামনে এসেওছে। তবে আসল সত্যি এখনও অধরা।
আর এরইমধ্যে চলে এল নতুন প্রোমো। স্টার জলসার তরফ থেকে পোস্ট করা এই প্রোমোতে দেখা যাচ্ছে, সূর্য সোনাকে নিয়ে চলে যাচ্ছে বিদেশে। তার জন্য প্রিন্সিপালের কাছে টিসিও চাইতে গেছে সে। ওদিকে সোনা দীপার গলা জড়িয়ে ধরে বলছে সে কিছুতেই বিদেশ যাবেনা।
এমতাবস্থায় দীপা সূর্যকে অনুরোধ করে সোনাকে ফাইনাল পরীক্ষাটা অন্তত দিতে দেওয়ার জন্য। যদিও তার কথা শুনতে নারাজ সূর্য। তবে কি চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে সোনা-রূপা? সূর্য দীপা কি আর কাছাকাছি আসবেনা? এরকম হাজারো প্রশ্ন ভিড় করেছে ভক্তদের মনে।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘অনুরাগের ছোঁয়া’র এই ট্র্যাক দেখে বিন্দুমাত্র খুশি নয় ভক্তরা। অনেকেই তো সিরিয়াল বয়কট করার কথাও বলেছে। কেউ কেউ তো এটাও বলছে যে, তারা নাকি ইতিমধ্যেই সিরিয়ালটি দেখাই বন্ধ করে দিয়েছে। এখন দেখা যাক নির্মাতারা ঠিক কী প্লট সাজান!