বলিউড বললেই চাকচিক্যময় গ্ল্যামারাস দুনিয়ার হাতছানি। আর তার চেয়েও বড়ো আকর্ষন এই দুনিয়ায় বসবাসকারী মানুষগুলো। কোন সেলেবদের জীবনে কী ঘটছে তা নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীদের মনে। আর সেটা যদি হয় প্রেম-বিচ্ছেদের মতো ঘটনা তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই মুহূর্তে বেশ চর্চায় রয়েছেন সিলভার স্ক্রীনের অন্যতম কুইন সোনাক্ষী সিনহা। কিছুদিন আগেই এই সুন্দরীর বিয়ে নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিলো সোশ্যাল মিডিয়া জুড়ে। আর সেই প্রসঙ্গ টেনেই একান্ত সাক্ষাৎকারে অকপট উত্তর দিলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বিয়ে নিয়ে চলা গুজব নিয়ে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী সপাটে উত্তর দেন, ‘আমার বাবা-মা’ও আমার বিয়ে নিয়ে এত চিন্তিত নন, সোশ্যাল মিডিয়ায় যা আলোচনা চলে’। সোনাক্ষীর কথায়, তিনি সবসময়ই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন। তবে দর্শকতো কাজের বাইরেও তাদের ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট কৌতূহলী হয়ে থাকে। এমতাবস্থায় মানুষের কৌতূহলকে দমন করা সম্ভব নয়। আর তাই তারা অলীক কল্পনা করে বসেন বলিউড সেলিব্রেটিদের নিয়ে।
৩৫ ছাড়িয়ে ৪০ এর দিকে এগিয়ে চলেছেন অভিনেত্রী, তবে বয়সের তোয়াক্কা যে তিনি করেননা তা বলাই বাহুল্য। শত্রুঘ্ন-পুনম কন্যা সোনাক্ষীর মতে প্রতিটা মানুষের একটা নিজস্ব দুনিয়া থাকা উচিত। যেখানকার কথা আর পাঁচটা লোক জানবেনা। অভিনেত্রী জানান, ‘মানুষ হিসাবে নিজের জীবনের কিছু অংশ দুনিয়ার আড়ালে রাখাটা জরুরি, আমি সবার জন্য সহজলভ্য হতে চাই না’।
প্রসঙ্গত, খুব শীঘ্রই ওটিটি প্লাটফর্মে দেখা যাবে বলিউডের দাবাং গার্লকে। হরর কমেডি ছবি ‘কাকুদা’ এবং ডিজিট্যাল ডেবিউ ছবি ‘দাহাদ’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তবে জানিয়ে রাখি এই মুহূর্তে বলিপাড়ার অন্যতম হট টপিক হলো সোনাক্ষী-জাহির ইকবালের প্রেম। সোশ্যাল মিডিয়ায় তাদের মাখো মাখো প্রেমের দেখা মিললেও প্রকাশ্যে এই নিয়ে একটা শব্দও খরচ করতে নারাজ অভিনেত্রী।