Papiya Paul

রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন সনু সুদের বোন, জল্পনা রাজনৈতিক মহলে

গতবছরের করোনা পরিস্থিতিতে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারন মানুষের সেবা করেছিলেন, তারপর থেকেই দেশের প্রত্যেকটা মানুষই এই অভিনেতাকে নিজেদের মনের মনিকোঠায় আলাদা করে জায়গা করে দিয়েছেন। তাঁর কাজকর্ম যেভাবে প্রশংসিত হয়েছিল তাতে করে অনেকের মনে প্রশ্ন উঠেছিল, তবে কি এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন তিনি? উত্তরে সনু সুদ হেসে জবাব দিয়েছিলেন, এখনই চিন্তাভাবনা করছি না।

   

তাঁর কথায় রাজনীতিতে থেকে যদি স্বাধীন ভাবে নিজের মতো ভালো কাজ করা যায় তবেই রাজনীতিতে প্রবেশ করা সম্ভব। এমন রাজনীতিতে তিনি প্রবেশ করতে চান, যেখানে পিছন থেকে কেউ ছুরি মারবে না। রাজনীতিতে তিনি যে একদমই পা দিতে চান না সেটা তিনি আগেই জানিয়েছিলেন, তবে এবার তিনি জানালেন, তাঁর বোন মালবিকা আসতে চলেছেন রাজনীতিতে।মালবিকার ইচ্ছা পাঞ্জাবের সমস্ত সাধারণ মানুষের সেবা করার।আর ঠিক সেই জন্যেই তিনি রাজনীতিতে আসতে চলেছেন, একথা রবিবার সোনু সুদ নিজেই জানান। কিন্তু কোন রাজনৈতিক দলে মালবিকা যোগ দিচ্ছেন সে কথার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি সোনু সুদের তরফ থেকে।

সংবাদমাধ্যম থেকে সোনুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কোন রাজনৈতিক দলে মালবিকা যোগদান করবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সে কোন নীতি নিয়ে রাজনীতিতে পা দেবেন।তিনি জানান, তাঁর বোনের ইচ্ছা মানব কল্যাণ করার এবং সেই জন্য রাজনৈতিক জীবনে পা রাখছেন। আপ, কংগ্রেস এই দুটো দলই ভালো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রঞ্জিত সিংহর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। অন্যদিকে শিরোমনি অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদলের সাথেও তিনি দেখা করবেন পরে।

কোন দলে মালবিকা যোগদান করবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য সোনু সুদেরর তরফ থেকে আসেনি, তবে যেহেতু পাঞ্জাবের বাসিন্দা তাই মনে করা হচ্ছে যে, হয়তো পাঞ্জাব থেকেই বিধানসভা ভোটে লড়তে পারেন। সোনু নিজে কবে রাজনৈতিক জীবনে পা দেবেন সে বিষয়ে স্পষ্ট কোনো কথা জানান নি। তার মতে, যখন সময় আসবে এবং স্বাধীনভাবে সকল মানুষের জন্য তিনি কাজ করার সুযোগ পাবেন সেই মুহূর্তে তিনি রাজনৈতিক জীবনে প্রবেশ করবেন।