Soumitrisha Kundu Upcoming Web Series Kalratri First Look viral over Social Media

পুজোর আগেই বিয়ের সাজে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা, কিসের এত হতাশা চোখে? নিজেই জানালেন অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ পুজোর মুখে টলিপাড়ায় ব্যস্ততা থাকে চরমে। একদিকে যেমন উৎসবের মরশুম তেমনি এই সময়েই একাধিক ছবি, মিউজিক ভিডিও থেকে সিরিজ লঞ্চ হয়। এবারেও তার অন্যথা হল না। হটাৎই লাল বেনারসি, গা ভর্তি গয়না পরে ধরা দিলেন ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তবে কি বিয়ে করছেন অভিনেত্রী? নাকি নতুন প্রজেক্টে নববধূ রূপে দেখা যাবে তাঁকে? উত্তর রইল আজকের প্রতিবেদনে।

বিয়ের সাজে সৌমিতৃষা কুন্ডু

প্রথমেই জানিয়ে রাখি যে বিয়ের করছেন না অভিনেত্রী। বরং সিরিয়াল থেকে সিনেমার পর এবারে ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রাখতে চলেছেন সৌমিতৃষা। আর এবার সেই প্রজেক্টেরই ফার্স্ট লুক শেয়ার করলেন তিনি। যেখানে লাল বেনারসি, গলায় নেকলেস, মাথায় বিয়ের মুকুট পরে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। স্বাভাবিকভাবেই ছবিটি হু হু করে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

Soumitrisha Kundu

সৌমিতৃষার প্রথম ওয়েব সিরিজ

এবার প্রশ্ন হল কোন ওয়েব সিরিজে আর কবে দেখা যাবে মিঠাই থুড়ি সৌমিতৃষাকে? উত্তর হল আইন চক্রবর্তী পরিচালিত ‘কালরাত্রি’ নামক ওয়েব সিরিজে। অবশ্য সেখানে সৌমিতৃষা ছাড়াও রূপাঞ্জনা মিত্র, ইন্দ্রাসিস রায়, সোউরিটি বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্ত থেকে পূজোয় চট্টোপাধ্যায়ের মত চরিত্রদেরও দেখা যাবে।

‘কালরাত্রি’  সিরিজের গল্প

আগেই বলেছি যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে বিয়ের সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। গল্পে তাঁর চরিত্রের নাম হয়েছে দেবী। বিয়ের আগে চোখে মুখে কোনো খুশি নেই বরং রয়েছে হতাশা ও উৎকণ্ঠা। যেমনটা জানা যাচ্ছে, বিয়ের দিনে বান্ধবীর করা ভবিষ্যৎবাণী শুনেই এই অবস্থা তাঁর। কারণ হবু স্বামী নাকি রহস্যজনকভাবে মারা যাবে। যত কাহিনী এগোবে ততই রহস্যের মায়াজাল ঘনিয়ে উঠবে। কিভাবে সেটার সম্মুখীন হবে দেবী? সেটা জানতে হলে দেখতে হবে ‘কালরাত্রি’।

Soumitrisha Kunu Upcoming Web Series Kalratri Look

আরও পড়ুনঃ পুজোয় বক্স অফিস কাঁপাতে আসছে ‘Devara’, প্রকাশ্যে এল Junior NTR এর দুর্ধর্ষ ট্রেলার

প্রথম OTT কাজ নিয়ে কতটা আশাবাদী সৌমিতৃষা?

অভিনেত্রীকে প্রথম OTT সিরিজের কাজের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফ থেকে। তখন তিনি জানান, ‘এটা আমার প্রথম সিরিজ তাই মনে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। দেবী চরিত্রটার মধ্যে একাধিক স্তর রয়েছে। আশা করছি দর্শকেরা নতুন কাজ দেখে খুশি হবেন ও আমায় আপন করে নেবেন’। এখন প্রশ্ন জাগতেই পারে কবে রিলিজ হবে? এর উটের অবশ্য এখনই বলা মুশকিল কারণ। বর্তমানে শুটিং চলছে। তবে সিরিজটি ‘হইচই’ প্লাটফর্মে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X