Soumitrisha Kundu

উচ্ছেবাবু নয়, বাংলার সুপারস্টার দেবের বিপরীতে নায়িকা ‘সৌমিতৃষা’, খুশি ‘মিঠাই’ ভক্তরা

দীর্ঘ আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজত্ব কায়েম করে রেখেছে ‘মিঠাই'(Mithai)। সময়ের সাথে গল্পে এসেছে অনেক পরিবর্তন। আগেকার সেই টানটান উত্তেজনা ধরে রাখতে না পেরে টিআরপি(TRP) হয়ত কমেছে, তবে অনুরাগীদের মনে ভালোবাসা কমেনি এতটুকুও। তবে অবশেষে বিদায় ঘন্টা বেজেছে মিঠাইয়ের।

সূত্রের খবর, আগামী ৩১শে যে শেষদিনের শুটিং সারবেন আদৃত(Adrit Roy)-সৌমিতৃষারা(Soumitrisha Kundu)। খবর ১১শে জুন শেষবার সম্প্রচারিত হবে ‘মিঠাই’। তবে এসব গুঞ্জনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এক পেপার কাটিং। যেখানে দেখা যাচ্ছে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা একটি ইন্টারভিউ দিয়েছেন। যেখানে তিনি তার ডেবিউ ছবির কথা বলেছেন, আর তাও আবার সুপারস্টার দেবের(Dev) বিপরীতে।

মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ায় কান পাতলে এখন একটাই খবর। দেবের নায়িকা হচ্ছেন সবার প্রিয় ‘মিঠাই’। তা কোন ছবিতে দেখা যাবে সৌমিতৃষাকে? এরকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। উল্লেখ্য, দেবের হাতে এখন প্রচুর প্রোজেক্ট। সম্প্রতি ‘দূর্গ রহস্য’র শুটিং সেরেছেন। পাশাপাশি শোনা যাচ্ছিল, প্রজাপতি খ্যাত পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে আরো একটি প্রোজেক্ট নামাবেন তিনি।

সেই ছবির নাম ‘প্রধান’। এই ছবিতেই দেবের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে। এই বিষয়ে মিঠাই রানি বলেন, “এই ছবির অফার পেয়ে আমি তো ভীষণ খুশি। স্কুলে পড়ার সময়ে দেবদার ছবি দেখতাম। সেই ছবির নায়িকাদের মতো আমিও সুন্দর লোকেশনে নাচ-গান করতে চাইতাম। তবে এই ছবি একেবারেই ওরকম ছবি নয়। তবুও দেবদার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা সত্যিই বড় ব্যাপার। সঙ্গে অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরীর টিমে সুযোগ পাওয়াটাও খুবই ভাল ব্যাপার।”

স্টুডিওপাড়ার খবর,‘প্রধান’-এ থাকবেন পরাণ বন্দ্যোপাঝধ্যায়। দেব-সৌমিতৃষা আর পরাণ, তিনটি চরিত্রকেই সমান গুরুত্ব দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অগাস্ট নাগাদই ছবির শ্যুটিং শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। এবং আগামী শীতেই মুক্তি পেতে পারে ছবিটি। এই বিষয়ে পরিচালক বলেন, ‘বছর তিনেক আগেই সৌমিতৃষা যোগাযোগ করেছিল। তখন তাকে বলেছিলাম এখন তুমি ছোট। পরে যোগাযোগ করব‌। এখন ও অনেকটাই পরিণত।’

Avatar

Moumita

X