Arijit

‘টানা ১৩ বছর ক্রিকেট খেলেছি, কোনও বিশ্রাম নিইনি’, কোহলিকে কটাক্ষ সৌরভের

দীর্ঘ কয়েক মাস ধরে একেবারেই ছন্দে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে ধরা হলেও বেশ কয়েক মাস হয়ে গেল ব্যাট হাতে রান পাচ্ছেন না তিনি। যার জেরে বারে বারে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বিরাট কোহলি। কোহলির এই বারে বারে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তে খুশি নন অনেকেই। এবার সেই তালিকায় নাম লেখালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।

   

ওয়েস্ট ইন্ডিজ সফরে এক দিনের দলে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলীকে। টি-টোয়েন্টি সিরিজেও তিনি বিশ্রাম নিতে পারেন বলে শোনা যাচ্ছে। এই বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে।

এইদিন এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “দল থেকে বাদ যাওয়ার আগে কোনও বিশ্রাম না নিয়ে ১৩ বছর ভারতের হয়ে খেলেছি। কোনও সিরিজ, কোনও ট্যুরে বিশ্রাম নিইনি। এখনকার ক্রিকেটাররা যেমন অনেক বিশ্রাম নেয়, তেমন কিছু করিনি। আমার ১৭ বছরের কেরিয়ারে দল থেকে বাদ যাওয়া ওই চার-ছ’মাসই আমার আন্তর্জাতিক কেরিয়ারে এক মাত্র ব্রেক।”