বলিউডের সঙ্গে বায়োপিকের ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে। ক্রীড়াবিদ থেকে শুরু করে রাজনৈতিক নেতা, সকলেরই বায়োপিক তৈরি হয়ে গেছে। এবার বায়োপিক তৈরি করা হবে আমাদের সকলের প্রিয় দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে। বহুদিন ধরেই এই বায়োপিক নিয়ে জল্পনা কল্পনা করা হচ্ছিল। অবশেষে এই বিষয়টি নিয়ে সীলমোহর দিয়েছিলেন স্বয়ং দাদা।
অনেকেই ভেবেছিলেন বাংলাতে হয়তো এই বায়োপিক তৈরি হবে, কিন্তু দাদার জীবন যাতে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়া যায় তাই বলিউডে এই বায়োপিক তৈরি করা হবে। তবে এখন সবথেকে বেশি দ্বন্দ্ব রয়েছে এই বিষয়ে, কে হবে এই সিনেমার সিনেমার নায়ক। সম্প্রতি দাদাগীরির মঞ্চে এক প্রতিযোগী দাদাকে জিজ্ঞাসা করেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বায়োপিকে কে অভিনয় করবেন তাহলে আপনি কার নাম নেবেন।
উত্তরে দাদা যা বললেন তা শুনে সকলে হতবাক হয়ে গেছেন। দাদা বলেন,”দেখতে হবে ভ্যালু কার মধ্যে রয়েছে। শাহরুখ খান যদি আমার বায়োপিকে অভিনয় করতে চান তাহলে আমি বারন করে দেবো”। পাশাপাশি তিনি বলেন,”ঋত্বিক রোশনের মতো বডি আমার এখনো তৈরি করা হয়নি তাই তিনিও বাদ”।
রনবির কাপুরকে নিজের বায়োপিকে দেখতে চান তিনি। কিন্তু রানবির কাপুর সরাসরি এই বায়োপিকে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন। একাধিক বায়োপিকে অভিনয় করে ফেলার দরুন তিনি দাদার চরিত্রে অভিনয় করবেন না। অন্যদিকে প্রথম পছন্দ পরমব্রত হওয়া সত্ত্বেও প্রযোজক পরমব্রতকে সিনেমায় নেবেন না বলে জানিয়েছেন। সিনেমাটি যেহেতু সর্বভারতীয় স্তরে দেখানো হবে তাই একজন হেভিওয়েট অভিনেতাকে খোঁজা হচ্ছে এই সিনেমাতে অভিনয় করার জন্য।