আর মাত্র একটা দিনের অপেক্ষা। সোমবার বাদে মঙ্গলবার থেকেই ইডেনে শুরু হতে চলেছে আইপিএলের প্লে অফের ম্যাচ। তবে প্লে অফ ম্যাচ শুরু হওয়ার আগে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম।
ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আগে থেকেই ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রেখেছিলেন সিএবি কর্তারা। কিন্তু কালবৈশাখীর দাপটে উড়ে যায় ঢেকে রাখা অংশের অনেকটাই। ভেঙে গিয়েছে প্রেস বক্সের তিনটি কাচও। তবে ভালো খবর এটাই যে আগে থেকেই ঢেকে রাখায় উইকেটের কোনও ক্ষতি হয় নি। নাহলে আরও বড় সমস্যায় পড়ত ইডেন কর্তারা।
আইপিএলের প্লে-অফের আগে প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে রাজি নয় সিএবি। আর তাই ঝড়ের পর সিএবি কর্তাদের পাশাপাশি বৃষ্টি মাথায় নিয়ে ইডেন পরিদর্শনে আসেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও। তিনি এসে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সোমবার ফের ইডেন পরিদর্শনে আসার কথা জানিয়ে যান।
বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া বললেন, ‘‘ম্যাচের এখনও কয়েক দিন বাকি রয়েছে। এই ঝড়ের কারণে ম্যাচে কোনও প্রভাব পড়ার কথা নয়।’’