ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী মধ্য কলকাতায় একটি নতুন বাড়ি কিনলেন। এত দিন তাঁর ঠিকানা ছিল বীরেন রায় রোড। এ বার থেকে যা পাল্টে হয়ে যাবে লোয়ার রডন স্ট্রিট।
সৌরভ এর জন্ম হয়েছিল বীরেন রায় রোডের লাল রঙের বাড়িটিতে। সেখানেই বড় হয়েছেন মহারাজ। ভারতীয় দলের অধিনায়ক হওয়া হোক বা বিসিসিআইয়ের প্রধান হওয়া, সব কিছুরই সাক্ষী ছিল সেই বাড়ি। কিছু দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেও গিয়েছিলেন সেই বাড়িতেই।
তবে এবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। পুরনো বাড়ি ছেড়ে কিনে ফেললেন একটি নতুন বাড়ি।
ব্যবসায়ী অনুপমা বাগরি, তাঁর কাকা কেশব দাস বিনানি এবং তাঁর ছেলে নিকুঞ্জ বিনানির কাছ থেকে লোয়ার রডন স্ট্রিটের এই বাড়িটি কিনেছেন সৌরভ। এই মুহূর্ত বাড়িটি দোতলা, বেগুনি ফুলের গাছ রয়েছে প্রধান দরজার পাশেই। সৌরভের আগের বাড়ির সঙ্গে বেশ কিছু মিল রয়েছে এই বাড়িটির। তবে কবে এই বাড়িতে আসছেন সৌরভ, তা এখনও ঠিক নেই।