Arijit

বিশ্বমঞ্চে বাঙালির জয়জয়কার! আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গাঙ্গুলী

ফের একবার বিশ্বমঞ্চে বাঙালির জয়জয়কার। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন আরও এক বাঙালি। আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট বঙ্গ সন্তান সৌরভ গাঙ্গুলী।

   

2012 সালে এই পদে নিযুক্ত হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। 2016 সালে তিনি পুনর্নির্বাচিত হন। তার পারফরম্যান্স দেখে খুশি হয়ে 2019 সালে ফের তাকে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়। তবে এবার অনিল কুম্বলের জায়গায় এই পদে নিযুক্ত হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী নিঃসন্দেহে একজন দক্ষ প্রশাসক। আর দাদার এই দক্ষতা দেখার কারণে একের পর এক বড় বড় পদে নিযুক্ত করা হচ্ছে তাকে। তবে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হওয়ার পর সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, “তিনি শুধু ভারতীয় ক্রিকেটই নন বরং ক্রিকেটের সার্বিক উন্নতি চান অর্থাৎ সারা বিশ্ব ক্রিকেটের উন্নতি করতে চান।”