Arijit

আইপিএল নিয়ে বড় ঘোষণা! আগামী বছর কেকেআরের ন’টি হোম ম্যাচই কলকাতায়

করোনা ভাইরাস এর কারণে গত দুবছর চেনা ছন্দের একেবারে অন্য ধারায় সংঘটিত হয়েছিল আইপিএল। আগে হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ গুলি হত কিন্তু করোনার জন্য কয়েক বছর এই নিয়মে আইপিএল হয়নি। তার ফলে সাধারণ ক্রিকেটপ্রেমী দর্শকরা আইপিএল দেখা থেকে বঞ্চিত ছিলেন।

   

তবে করোনা পরিস্থিতি বর্তমান একেবারেই স্বাভাবিক। করোনা নেই বললেই চলে। আর তাই আগামী বছর থেকেই চেনা ছন্দে ফিরবে আইপিএল। হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতেই হবে লিগ পর্বের খেলা। 10 টি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের শহরে খেলার সুযোগ পাবে। জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ, সামনের বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ন’টি হোম ম্যাচই হবে ইডেনে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, “গত দু’বছর করোনার জন্য ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারিনি। বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সারা দেশেই ব্যাপক ভাবে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। কয়েকটি পুরনো স্টেডিয়ামকে আগামী আইপিএলে নতুন চেহারায় দেখতে পাওয়া যাবে।’’