Arijit

টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন দ্রাবিড়? বড়সড় আপডেট দিলেন সৌরভ

টিটোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেট দলের হেডকোচের পদে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে রবি শাস্ত্রীর। তারপর কে হবেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ? এই নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে ভারতীয় ক্রিকেটে। ভেসে আসছে একাধিক নাম।

   

ভারতীয় এ দল, অনূর্ধ্ব 19 দলের হয়ে দীর্ঘদিন ধরে দারুন কাজ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়।  সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের হেড কোচের ভূমিকায় ছিলেন দ্রাবিড়। আর তারপর থেকে রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

এবার এই ব্যাপারে মুখ খুললেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। মহারাজ জানিয়ে দিলেন এখনই ভারতীয় দলের কোচ হওয়ার কোন সম্ভাবনা নেই রাহুল দ্রাবিড়ের। সৌরভ জানিয়েছেন, ”আমার মনে হয় দ্রাবিড় এখনই পাকাপাকিভাবে এই দায়িত্ব নিতে রাজি নয়। যদিও ওর সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয়নি। তবে খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে বৈঠক করবো। তারপরই সমস্ত ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে।”