Arijit

‘ওর আসল পরীক্ষা সাউথ আফ্রিকা সফরে’, কাকে ইঙ্গিত করলেন সৌরভ

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় টেস্ট দলে অভিষেক ঘটে শ্রেয়স আইয়ারের। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শ্রেয়স আইয়ার। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে দলের রান একাই টেনে নিয়ে যান এবং দ্বিতীয় ইনিংসে ফের 65 রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়স আইয়ারের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে খুবই খুশি হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

   

শ্রেয়াস আইয়ার পারফরম্যান্সে খুশি হলেও প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী মনে করেন, শ্রেয়স আইআর এর আসল পরীক্ষা হতে চলেছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে।

আগামী 26 শে ডিসেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
শ্রেয়স আইআর এর প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলী বলেন, ” দীর্ঘ সময় ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটে ওর গড় পঞ্চাশের বেশি ছিল। যা কোন সাধারণ ক্রিকেটারের হতে পারে না। তাই আন্তর্জাতিক মঞ্চে ওর সুযোগ পাওয়া খুবই দরকার ছিল। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করেছে। তবে ওর আসল পরীক্ষা হতে চলেছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর।”

এছাড়াও সৌরভ গাঙ্গুলী বলেন, ভারতের স্পিন পিচে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। তবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এর পিচে ও যখন পেস ও বাউন্স সামলাবে তখনই ওর আসল পরীক্ষা হবে। তবে আমার বিশ্বাস এই পরীক্ষায় শ্রেয়স অবশ্যই পাস করবে।