বড় মনের পরিচয় দিলেন দাদা! পুজোয় ২০০ অনাথ শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

বড় মনের পরিচয় দিলেন দাদা! পুজোয় ২০০ অনাথ শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

পার্থ মান্নাঃ আজ মহাষষ্ঠী, দুর্গোৎসবের চারটে দিন নিজেদের মত করে আনন্দে মেতে উঠেছে গোটা বাংলার মানুষ। তবে উৎসব মানেই যে সবাই আনন্দে থাকে তা কি কিন্তু নয়। অনেকেই আজও আরজি করে ঘটনার সুবিচারের জন্য অপেক্ষায় আছেন। এমনকি জুনিয়ার ডাক্তারদের প্রতিবাদও বড় আকার ধারণ করেছে। এরই মধ্যে একটা ভালো খবর শোনা গেল। কিছুদিন আগে যেখানে আরজি কর প্রসঙ্গে মন্তব্যের জেরে কটাক্ষের শিকার হতে হয়েছিল সৌরভ গাঙ্গুলি ও স্ত্রী ডোন গাঙ্গুলিকে। এবার তারাই যে ঘোষণা করলেন।

পুজোয় বড় ঘোষণা সৌরভ গাঙ্গুলির

বাংলার মানুষের কাছে দাদা নামেই পরিচিত সৌরভগাঙ্গুলি। অতীতে বহুবার সমাজের পাশে ও দুস্থ ও গরিবদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগে যখন ডিভিসি জল ছাড়ার ফলে ও নিম্নচাপের জেরে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছিল তখন নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, ত্রিপল ইত্যাদি পাঠিয়েছিলেন তিনি। তবে এবার দুর্গাপুজো উপলক্ষে আরও বড় কিছু করলেন সৌরভ গাঙ্গুলি।

অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

সম্প্রতি পঞ্চমী উপলক্ষে ‘আপনজন’ নামক একটি হোম গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানকার বাচ্চাদের বই, খাতা, পেন থেকে শুরু করে চকলেট দিয়েছেন তিনি। এরপর ২০০ অনাথ শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।

অবশ্য এই প্রথমবার সেই হোম যাননি সৌরভ। এর আগেও একাধিকবার সেখানে গিয়ে শিশুদের সাথে সময় কাটিয়েছিলেন। তবে এবার তাদের পড়াশোনার দায়িত্ব নিয়ে একদিকে যেমন মানবিক দৃষ্টান্ত তৈরী করলেন তেমনি বাচ্চাগুলির সাথে আরও বেশিকরে জড়িয়ে গেলেন।

প্রসঙ্গত, এবছর নিয়ম ভেঙে পুজোর উদ্বোধন করেছেন সৌরভ গাঙ্গুলি। এমনিতে টাকা কোনো বছরেই কোনো পুজোর উর্বধনে দেখা যায় না। তবে এবছর সেই নিয়ম ভেঙেছে। হাওড়ার একটি পূজা মন্ডপের উদ্বোধন করেছেন তিনি। এরপর তিন নিজেই জানান এটাই তাঁর প্রথম ও শেষ পুজো উদ্বোধন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X