মানুষের মধ্যে যেমন সাউথ ছবির ক্রেজ বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণ ভারতীয় শিল্পীদের ফ্যান ফলোয়িং। একই সাথে এই সব তারকাদের জীবনের ব্যক্তিগত তথ্য জানতেও মুখিয়ে থাকে ভক্তবৃন্দ। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে এমন অনেক লাস্যময়ী অভিনেত্রীরা রয়েছেন যাদের সৌন্দর্যে পাগল গোটা দুনিয়া। তবে নিজেদের অভিনয় এবং সৌন্দর্য দিয়ে দর্শকদের মন মাতালেও এখনও পর্যন্ত বিয়ের পিঁড়ি থেকে শত হস্ত দূরে রয়েছেন কিছু ডাকসাইটে দক্ষিণী সুন্দরী। এই প্রতিবেদনে এমনই কিছু খ্যাতনামা অভিনেত্রীর কথা বলবো যারা কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিলেও নিজেরা এখনও খুঁজে পাননি তাঁদের স্বপ্নের রাজকুমার।
১:- অনুষ্কা শেঠি:- অনুষ্কা শেঠি বর্তমানে দক্ষিণের চলচ্চিত্রে সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। নতুন করে তার আর পরিচয় দেওয়ার দরকার নেই। বাহুবলী ২ তে অভিনয় করার পর সর্বভারতীয় তারকা হয়ে উঠেছেন তিনি। প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ালেও এই বিষয়ে কোনো মন্তব্য রাখেননি অনুষ্কা। জানিয়ে রাখি এই অভিজ্ঞ অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা। বরাবরই নিজের পরিনত অভিনয় এবং সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করলেও বছর ৪০ এর এই দক্ষিণী সুন্দরীর জীবনে আজও কেউ স্থায়ীভাবে জায়গা করতে পারেনি।
২) নয়নতারা :- নয়নতারা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী তাকে মানুষ দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নামেও চেনে। মিডিয়া সূত্রে জানা যায় দক্ষিণের বিখ্যাত পরিচালক ভিগ্রেশ শিবানের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। দক্ষিণী মিডিয়ার খবর অনুযায়ী, তারা দুজনেই একে অপরকে ডেট করছেন বর্তমানে। প্রায় ৫৭ কোটি টাকার অধিকারিণী, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর প্রেমের খবর প্রকাশ্যে এলেও বিয়ের সানাই কবে বাজবে সেই বিষয়ে নেই কোনও খবর।
৩) সাই পল্লবী :- বিনোদন এবং গ্ল্যামারের এই সমীকরণের সম্পূর্ণ বিপরীতে হেঁটে নজির তৈরি করেছেন এই দক্ষিণী তারকা। কখনও মেকআপ করেন না ইনি! এখনও পর্যন্ত তার অসাধারণ চরিত্র অভিনয়ের কারণে তিনি দুবার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন। বর্তমানে ৩০ কোঠায় পা দিয়েছেন তিনি। তবে বিয়ের পিঁড়ি থেকে এখনও শত হস্ত দূরে রয়েছেন সাঁই পল্লবী।
৪)পূজা হেগড়ে :- টলিউডের সাথে সাথেও বলিউডেও সমান জনপ্রিয় সুন্দরী পূজা। হৃত্ত্বিক রোশনের সঙ্গে মহেঞ্জদাড়ো–তে অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন পূজা হেগড়ে। সম্প্রতি তার নতুন ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র সৌজন্যে সংবাদের শিরোনামে রয়েছেন তিনি। প্রসঙ্গত মোট ৫১ কোটি টাকার মালকিন এই সুন্দরী তারকা জীবনের ৩১ টি বসন্ত পার করে গেলেও এখনও বিয়ের ব্যাপারে ভাবতে নারাজ।
৪) রশ্মিকা মান্দান্না :- সর্বভারতীয় স্তরে এখন পরিচিত নাম রশ্মিকা মন্দনা। ‘পুষ্পা: দ্য রাইজ়’ মুক্তি পাওয়ার পর থেকে তিনি হয়ে উঠেছেন প্যান-ইন্ডিয়া তারকা। অভিনয় জগতে খুব বেশিদিন পা না রাখলেও এরই মধ্যে খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাকটিভ থাকেন রশ্মিকা। নিত্যনতুন বোল্ড অবতারে হাজির হন অনুরাগীদের সামনে। ২৬ বছরের এই তরুণী সুন্দরী আপাতত বিয়ের কথা একেবারেই ভাবছেননা। প্রসঙ্গত বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা।