Arijit

পাকিস্তানকে বড় ধাক্কা দিল দক্ষিণ আফ্রিকা! রাবাডাদের পিএসএলে খেলায় নিষেধাজ্ঞা জারি করল প্রোটিয়া বোর্ড

আগামী 27 শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। তবে তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বড়সড় ধাক্কা দিল গ্রেম স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। পাকিস্তানে হতে চলা পাকিস্তান সুপার লিগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

   

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা জারি করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেম স্মিথ জানিয়েছেন, সামনেই দক্ষিণ আফ্রিকার কয়েকটি সিরিজ রয়েছে। তাই ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটকে বেশি প্রাধান্য দিক এবং নিজেদের মধ্যে অনুশীলন করুক। আগামী সিরিজের জন্য নিজেদের তৈরি করুক। সেই কারণেই পাকিস্তান সুপার লিগ অংশগ্রহণ করবে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা দল। তারপর ফিরে এসে ফের বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আর এই সমস্ত সিরিজ গুলির কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।