West Bengal weather today chances of rain in South Bengal and North Bengal

বৃষ্টির জেরে নষ্ট রবিবারের শপিং? ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা, বেরোনোর আগে দেখুন আবহাওয়ার খবর

পার্থ মান্নাঃ আজ রবিবারে পুজোর আগে শপিংয়ের জন্য সবচেয়ে ভালো দিন। কেউ সকাল সকালই বেরিয়ে পড়েছেন তো কেউ আবার দুপুরে খেয়ে দিয়ে বেরোবেন বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত চুটিয়ে শপিং করবেন বলে। মাঝে কদিন বৃষ্টিতে ভাসলেও গতকাল থেকে আকাশ বেশ পরিষ্কার। তবে আজলেও কি এমনই আবহাওয়া থাকবে নাকি ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দফতরের ওয়েদার রিপোর্ট।

আজকের আবহাওয়া

আজ কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। এমনিতে সারাদিন বেশ রৌদ্রজ্বল থাকবে। তবে মাঝে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। তবে তাতে শপিং পন্ড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯% থেকে ৮৮% পর্যন্ত থাকবে যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি হতে পারে গোটা দিনই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া ও নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় আকাশ পরিষ্কার থাকবে বলেই হ্যাজাচ্ছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিনে ফের বৃষ্টির দেখা মিলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলায় সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। এছাড়া উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X