South Bengal Weather Chances of Rain in 7 Districts

আজও বৃষ্টি নাকি নিশ্চিন্তে হবে প্যান্ডেল হপিং? ষষ্ঠীর সকালে দেখে নিন আবহাওয়ার খবর

পার্থ মান্নাঃ এবছর অনেকটাই দেরিতে এসেছিল বর্ষা, কিন্তু আসার পর আর নেই যাওয়ার নাম নেই। ভাদ্র পেরিয়ে অশ্বিন মাস পড়েছে তবুও উত্তর থেকে দক্ষিণ বৃষ্টি হয়েই চলেছে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টি হচ্ছিল। যেটা এবার সরে যেতে শুরু করেছে। তবে বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েই গিয়েছে। আজ ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক কি বলছে Indian Metereological Department বা IMD এর ওয়েদার রিপোর্ট।

আজকের আবহাওয়া

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। একইসাথে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি থাকবে বলে জানা যাচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬% থেকে ৯০% পর্যন্ত থাকতে পারে। যার জেরে কিছুটা হলেও আদ্রতা জনিত অস্বস্তি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এমনকি এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতেই পারে। যদিও আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে শেষ প্রকাশিত হাওয়া অফিসের বুলেটিন থেকে। এই তিন জেলায় আলাদা করে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বাকি জেলায় কোনো সতর্কতা জারি করা না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামীকালের আবহাওয়া

দক্ষিণের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পঙ থেকে আলিপুরদুয়ার জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি কমবেশি একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X