বলিউডকে (Bollywood) পেছনে ফেলে রমরমা বাজার করছে দক্ষিণী ছবি (South Movie)। সিনেমা হলগুলিতে জমছে দর্শকদের ভিড়। ক্রমশই জনপ্রিয়তা বাড়ছে দক্ষিণী তারকাদের। তবে জানেন কি ছবিতে অভিনয় করতে ঠিক কত পারিশ্রমিক নেন তাঁরা? আজ এই প্রতিবেদনে সে কথাই বলব ।
অনুষ্কা শেঠি : ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিতে অসাধারণ চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। কেবলমাত্র দক্ষিণ ভারত নয় গোটা ভারত জুড়েই জনপ্রিয়তা বেড়েছে চলেছে এই অভিনেত্রীর। বর্তমানে একটি ছবিতে অভিনয় করার জন্য ৪ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন এই অভিনেত্রী।
সামান্থা রুথ প্রভু : পুষ্পা ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছিল দক্ষিণী এই অভিনেত্রীকে। বলিউড ছবিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। তিনি সামান্থা রুথ প্রভু। ছবিতে অভিনয় করতে তিনি পারিশ্রমিক নেন প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা।
রশ্মিকা মান্দান্না : কেবলমাত্র দক্ষিণী ছবি নয় একাধিক বলিউড ছবিতেও দেখা গেছে রশ্মিকা মান্দানাকে। বেশ কিছু বিজ্ঞাপনের ব্র্যান্ড এম্বেসেডর তিনি। জানা যাচ্ছে, বর্তমানে একটি ছবিতে অভিনয় করতে ৩ কোটিরও বেশি পারিশ্রমিক নেন তিনি।
কাজল আগরওয়াল : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। বলিউডে অজয় দেবগানের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। জানা যাচ্ছে, একটি ছবির জন্য তিনি পারিশ্রমিক নেন ৪ থেকে ৫ কোটি টাকা।
রাকুল প্রীত সিং : দক্ষিণী ছবির পাশাপাশি এই অভিনেত্রীকে দেখা গেছে বললিউডেও। জানা যাচ্ছে, একটি ছবিতে অভিনয় করতে ২ কোটি টাকা পারিশ্রমিক নেন রাকুল প্রীত সিং।
তামান্না ভাটিয়া : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলিউডেও করেছেন একাধিক ছবি। তিনি তামান্না ভাটিয়া। একটি ছবিতে অভিনয় করতে তিনি পারিশ্রমিক নেন ২ কোটি টাকা।