বলিউড,বিনোদন,টলিউড,হিন্দি,যশ,রামচরণ তেজা,বিজয় দেবরাকোন্ডা,Bollywood,Entertainment,Tollywood,Hindi,Vijay Devrakonda,Ram Charan Teja,Yash

গড়গড়িয়ে হিন্দি বলতে পারেন এই ৭ দক্ষিণী তারকা, যে কোনো সময় উপড়ে ফেলতে পারেন বলিউডকে

বর্তমানে বলিউডের সাড়ে সর্বনাশ অবস্থা। একের পর এক দক্ষিণী ছবির দাপট আর তার সাথে সাম্প্রতিক বয়কট ট্রেন্ড। সবে মিলিয়ে মাথার উপর খাড়া ঝুলছে যেন। এমতাবস্থায় বহু দক্ষিণী তারকাই তাদের ছবির হিন্দি ডাব সংস্করণ নিয়ে প্রেক্ষাগৃহে পৌঁছেছেন। তবে জানেন কি দক্ষিণের কিছু তারকা নিজেও খুব ভালো হিন্দি কথা বলেন। চলুন জেনে নিই কোন কোন নাম রয়েছে আজকের তালিকায়!

১) যশ : KGF খ্যাত যশ বেশ ভালো রকম ধাক্কা দিয়েছে বলিউডকে। বলিউডকে চ্যালেঞ্জ জানানোর জন্য তার একটা ছবিই যথেষ্ট। জানিয়ে রাখি যশ খুবই ভালো হিন্দি বলতে পারেন।

বলিউড,বিনোদন,টলিউড,হিন্দি,যশ,রামচরণ তেজা,বিজয় দেবরাকোন্ডা,Bollywood,Entertainment,Tollywood,Hindi,Vijay Devrakonda,Ram Charan Teja,Yash

২) রাম চরণ : সাউথ সুপারস্টার রাম চরণ তেজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আর আর আর’। ছবিটি গোটা বিশ্বজুড়ে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে তাতে বিস্মিত সবাই। জেনে অবাক হবেন এই ছবিতে অভিনেতা নিজেই তার সংলাপগুলি হিন্দিতে ডাব করেছেন।

বলিউড,বিনোদন,টলিউড,হিন্দি,যশ,রামচরণ তেজা,বিজয় দেবরাকোন্ডা,Bollywood,Entertainment,Tollywood,Hindi,Vijay Devrakonda,Ram Charan Teja,Yash

৩) জুনিয়র এনটিআর : দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরও আরআরআর ছবিতে তার হিন্দি সংলাপগুলি নিজেই বলেছেন। দুই তারকাই নিখুঁত হিন্দিতে কথা বলেন। দুই তারকাই সে সময় হিন্দিতে সাক্ষাৎকারও দিয়েছিলেন।

বলিউড,বিনোদন,টলিউড,হিন্দি,যশ,রামচরণ তেজা,বিজয় দেবরাকোন্ডা,Bollywood,Entertainment,Tollywood,Hindi,Vijay Devrakonda,Ram Charan Teja,Yash

৪) বিজয় দেবেরকোন্ডা : তেলেগু তারকা বিজয় দেবেরকোন্ডাও ভালো হিন্দি বলতে পারেন। তার আসন্ন ছবি লাইগার’এর হিন্দি সংলাপগুলি নিজেই বলেছেন তিনি। বলিউডে খানদের রাজত্ব শেষ করতে এরকম জন যথেষ্ট নয় কি?

বলিউড,বিনোদন,টলিউড,হিন্দি,যশ,রামচরণ তেজা,বিজয় দেবরাকোন্ডা,Bollywood,Entertainment,Tollywood,Hindi,Vijay Devrakonda,Ram Charan Teja,Yash

৫) ধনুশ : দক্ষিণী তারকা ধনুশ ইতামধ্যেই ‘রানঝানা’ এবং ‘আতরঙ্গি রে’ ছবির সৌজন্যে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনের মনিকোঠায়। এই দুটি ছবিতে নিজের সংলাপ নিজেই বলেছেন তিনি।

বলিউড,বিনোদন,টলিউড,হিন্দি,যশ,রামচরণ তেজা,বিজয় দেবরাকোন্ডা,Bollywood,Entertainment,Tollywood,Hindi,Vijay Devrakonda,Ram Charan Teja,Yash

৬) আর. মাধবন : মূলত তামিল ইন্ডাস্ট্রি থেকে এলেও হিন্দি বলয়ে আলাদাই ফ্যানবেস রয়েছে তার। মানব খুবই ভালো হিন্দি বলেন এবং তার করা সমস্ত ছবির ডায়লগ নিজেই বলেন তিনি।

বলিউড,বিনোদন,টলিউড,হিন্দি,যশ,রামচরণ তেজা,বিজয় দেবরাকোন্ডা,Bollywood,Entertainment,Tollywood,Hindi,Vijay Devrakonda,Ram Charan Teja,Yash

 ৭) রবি তেজা : টলিউড সুপারস্টার রবি তেজাও একদম নিখুঁত হিন্দি বলতে পারেন ‌। ইতিমধ্যেই হিন্দি বলয়ে নজরকাড়া ফ্যানবেস তৈরি করেছেঝ তিনি।

 

Avatar

Moumita

X