Aadhaar-Pan

Aadhaar-Pan: আধার-প্যান লিঙ্ক করতে লাগে না এদের! জানেন ভারতে কারা এই বিশেষ সুবিধা পান?

নিউজ শর্ট ডেস্ক: ইতিপূর্বে বহুবার শিরোনামে এসেছে প্যান কার্ডের (Pan Card) সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক (Link) করানোর গুরুত্বের খবর। বহু লেখালেখিও হয়েছে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক না করানোর সমস্যা নিয়ে। এমনকি এই নিয়ম না মানায়  ইতিমধ্যে বাতিল-ও হয়েছে বহু মানুষের প্যান কার্ড। এমনকি সময়সীমার মধ্যে অনেকেই কাজটি করে উঠতে না পারায় হাজার টাকা জরিমানাও দিতে হয়েছে তাদের।

তবে আমাদের দেশের কোটি কোটি ভারতবাসী যখন প্যান এবং আধার কার্ড লিংক করানো নিয়ে এখনও আতঙ্কিত। সম্প্রতি আয়কর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ জুনের মধ্যে জুনের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড আধার নম্বর লিঙ্ক না করলে আধার প্যান কার্ড বাতিল করা হবে।

আর প্যান কার্ড বাতিল হয়ে গেলে ব্যাংকিং কাজকর্ম সহ  ব্যাংকের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজকর্ম সহ লেনদেন কোনো কিছুই আর  করা যাবে না। আর এরপর নতুন প্যান কার্ড চালু করতে হলে দিতে হবে ১০ হাজার  টাকার ফাইন। কিন্তু এবার জানা যাচ্ছে আমাদের দেশের এমনও কয়েকজন নাগরিক রয়েছেন যারা এই আধার প্যান কার্ড লিংকের দুশ্চিন্তা থেকে একেবারেই মুক্ত।

Aadhaar Card-PAN Card

এমনকি তাঁদের আধার প্যান কার্ড লিঙ্ক করা থাকলেও কিংবা না থাকলেও কিছুই যায় আসে না। ভারতে এমনও কয়েক কোটি মানুষ রয়েছেন যাদের জন্য কার্যকরী নয় এই নিয়ম তাই তাদের এই সমস্ত ঝামেলা পোহাতে হবে না। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিশেষ বিধি অনুযায়ী আমাদের দেশে এমন চার শ্রেণীর মানুষ আছেন যাদের আধার প্যান কার্ড লিঙ্ক করার প্রয়োজন হবে না। যা শোনার পর থেকে স্বাভাবিক ভাবেই দেশের এই সমস্ত নাগরিকদের সম্পর্কে জানার কৌতূহল তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে।

আরও পড়ুন: চড়চড়িয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স! কম সময়েই মোটা রিটার্ন দিচ্ছে ইউকো ব্যাঙ্কের এই FD প্ল্যান

Pan-Aadhaar Link

প্রথমত অসম, মেঘালয় ও জম্মু-কাশ্মীরের বাসিন্দারা প্যান-আধার লিঙ্ক না করলেও চলবে।

দ্বিতীয়ত  NRI-দের-ও প্যান-আধার লিঙ্ক না করলে চলবে।

তৃতীয়ত ভারতে বসবাসরত বিদেশী নাগরিকদের-ও প্যান-অধার লিঙ্ক করাতে  হবে না।

চতুর্থত ৮০ বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকদের প্যানআধার নম্বর লিঙ্ক করা বাধ্যতা মূলক নয়।

Avatar

anita

X