Special Dooars tour package for Rs 999 by Alipurduar District

মাত্র ৯৯৯ টাকায় জলদাপাড়া-বক্সা সহ ভুটান ভ্রমণ, কিভাবে করবেন বুকিং? জানুন বিস্তারিত

দেখতে দেখতে পুজো শেষ, তবে সরকারি চাকরি হলে এখনো বেশ কিছুদিনের ছুটি বাকি রয়েছে। যারা পুজোটা বাড়িতে কাটিয়েছেন তারা এবার চাইলে একটু ঘুরে আসতেই পারেন। সম্প্রতি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফ থেকে একটি স্পেশাল ট্যুর প্যাকেজের আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে কম খরচে জলদাপাড়া বক্সা থেকে ভুটান ঘোরা যাবে। কিভাবে বুকিং করতে হবে আর কোথায় কোথায় ঘুরতে পারবেন? সব তথ্য জানাবো আজকের প্রতিবেদনে।

জলদাপাড়া-বক্সা ও ভুটানের স্পেশাল ট্যুর প্যাকেজ

যেমনটা জানা যাচ্ছে গত রবিবার মাদারিহাট টুরিস্ট লজের পক্ষ থেকে স্পেশাল প্যাকেজ চালু করা হয়েছে। আপনি যদি এখান থেকে প্যাকেজ নেন তাহলে বাসে করেই মাদারিহাট থেকে ভুটানের ফুন্টশোলিং হয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্প, ডিমা ভিউ পয়েন্ট, রাজাভাতখাওয়া মিউজিয়াম, জয়ন্তী রিভার, মাঝের ডাবরি চা বাগান থেকে শুরু করে সিকিয়াঝোরা পার্ক ঘুরতে পারবেন।

নতুন এই ট্যুর প্যাকেজের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলার জেলা শাসক সহ অন্যান্য পর্যটন ব্যবসায়ী ও আধিকারিকরাও। এদিন জেলাশাসক আর বিমলা জানান, ‘আমরা জানতে পারি গাড়ি ভাড়ার কারণেই অনেক পর্যটক আমাদের জেলার পর্যটনস্থলগুলো ভালো করে ঘুরতে পারেন না। সেই কারণেই এই বিশেষ ট্যুর প্যাকেজ চালু করা হয়েছে। যদিও বেসরকারি একটি সংস্থার তরফ থেকেই ট্যুর পরিচালনা করা হবে তবে সরকারি সমস্ত নিয়মকানুন মানা হবে’।

কত টাকা খরচ পড়বে?

যেমনটা জানা যাচ্ছে একদিনের মধ্যেই উপরে উল্লেখিত সমস্ত জায়গা গুলো ঘোরানো হবে যার জন্য পর্যটকদের থেকে ৯৯৯ টাকা নেওয়া হবে। তবে এই টাকার মধ্যেই দুপুরের খাবার মিলবে এছাড়া যদি আরও কিছু খেতে চান সেক্ষেত্রে নিজেদের টাকায় কিনে খেতে হবে।

কিভাবে বুকিং করবেন?

আপনি যদি এই ট্যুর প্যাকেজটি বুক করতে চান তাহলে এক্ষুনি অনলাইনে বুক করতে পারবেন না। ট্যুর প্যাকেজের কর্ণধার সঞ্জয় দাস জানাচ্ছেন, ‘সবেমাত্র টুর প্যাকেজটি চালু করা হয়েছে তাই এখনো অনেক কিছুই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বর্তমানে জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক চলছে তারপরেই অনলাইনে বুকিং এর ব্যবস্থা চালু করে দেওয়া হবে’।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X