Papiya Paul

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা SPG কমান্ডোদের মাসিক বেতন জানলে চমকে উঠবেন, কিন্তু চাকরি পাওয়া ওত সহজ নয়!

প্রত্যেক দেশের প্রধানমন্ত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী নিযুক্ত করা হয়। এদের দায়িত্ব থাকে প্রচুর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার ক্ষেত্রেও দায়িত্বে রয়েছে স্পেশাল প্রোটেক্টিং গ্রুপ। প্রধানমন্ত্রী যখন যেখানে যান সেখানে নিরাপত্তা কর্মী সঙ্গে থাকেন। প্রধানমন্ত্রীর কোনরকম সমস্যা যাতে না হয় তাই সর্বক্ষণ চোখ কান খোলা রাখতে হয় তাদেরকে। তবে আপনি কি জানেন প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যেসব এসপিজি কমান্ডোরা রয়েছেন তাদের মাসিক বেতন কত এবং সরকারের তরফ থেকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়।

   

আগেই বলে রাখি এই পদের নির্বাচনের জন্য কঠোর থেকে কঠোরতর পরিশ্রমের করতে হয় কমান্ডোদের। দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর জন্য যোগ্য যুবকদের নিয়োগ করা হয়। এরপরে বিভিন্ন ধাপ অতিক্রম করে তারা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে পারে। কিন্তু এসপিজি কমান্ডোর কোন নিয়োগ প্রক্রিয়া নেই। আইপিএস, সিআরপিএফ, বিএসএফ এদের মধ্যে থেকে সেরাদের এই পদের জন্য নির্বাচন করা হয়। কমান্ডোদের প্রতি মাসে বেতন ৮৪,২৩৬ টাকা থেকে ২,৩৯,৪৫৭ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে।

যদিও সরকারি ওয়েবসাইট অনুসারে এসপিজি কমান্ডোদের প্রতি মাসের বেতন ৫৩,১০০ টাকা থেকে শুরু করে ৬৯,৫০০ টাকা পর্যন্ত থাকে। এর মধ্যে ৪০ শতাংশ বেতন ভাতা বার্ষিকীতে যোগ করা থাকে। এই কাজ করতে গেলে যথেষ্ট পারদর্শিতার প্রয়োজন হয়। সর্বক্ষণ কমান্ডোদের সজাগ থাকতে হয়। এই কমান্ডোরা আগেই ভারতীয় সেনাবাহিনীর অংশ নেওয়ার প্রশিক্ষণ নিয়ে থাকে। তবে এই বিশেষ পদের জন্য নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। এই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয় ইউএস সিক্রেট এজেন্টদের।

এখানে প্রশিক্ষণের সাথে সাথেই আধুনিক অস্ত্র ব্যবহার করাও শিখিয়ে দেওয়া হয়। সর্বক্ষণ কিভাবে সজাগ থাকতে হবে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে সমস্ত কিছুই নখদর্পণে রাখতে হয় কমান্ডোদের। গোপনে প্রশিক্ষণ শেষ হওয়ার পর এই কমান্ডোদের তিন মাসের জন্য বিশেষ তত্ত্বাবধানে রেখে দেওয়া হয়। যেখানে তাদের পরীক্ষা করে নেওয়া হয়, সব ঠিক থাকলে তবেই প্রধানমন্ত্রীর যোগ্য নিরাপত্তারক্ষী হতে পারে।