এবার মাঠের বাইরেও ইস্টবেঙ্গলকে গোল দেবে মোহনবাগান!

Mohun Bagan Super Giants

এবার মাঠের বাইরেও ইস্টবেঙ্গলকে গোল দেবে মোহনবাগান!

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ ভারতীয় ফুটবল দলের তরুণ ডিফেন্ডার অভিষেক সিং ইতিমধ্যেই নিজের পারফরম্যান্স দিয়ে মন জয় করেছেন ভারতীয় ফুটবল প্রেমীদের। ২০ বছর বয়সী এই ফুটবল তারকা বিপক্ষ দলের বিরুদ্ধে দেশের হয়ে একাধিক লড়াই করেছেন, এবার তাঁকে নিয়ে জোর লড়াই চলছে ইস্ট-বেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগানের (Mohun Bagan Super Giants) মধ্যে! কেন? চলুন জেনে নেওয়া যাক।

মোহনবাগান – ইস্টবেঙ্গলের মধ্যে কী নিয়ে লড়াই? | Mohun Bagan Super Giants

সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার অভিষেক সিংকে (Abhishek Singgh ইস্টবেঙ্গল দলে নেওয়ার জন্য কথাবার্তা এগিয়েছিল ক্লাব ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, অভিষেককে ক্লাবে নেওয়ার জন্য পাঞ্জাবের সঙ্গে কয়েক দফা মৌখিক আলোচনা এবং প্রস্তাবের পর, এক প্রকার রাজি হয়ে গিয়েছিল পাঞ্জাব!

তবে, সেই প্রস্তাবে বাধ সেধেছে মোহনবাগান কর্তৃপক্ষ। মাঠের ভিতরে কড়া প্রতিদ্বন্দ্বীতা করার পাশাপাশি, এবার মাঠের বাইরেও ইস্টবেঙ্গলের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ, ওই তরুণ ফুটবলারকে নিজেদের দলে নেওয়ার জন্য অতিরিক্ত দাম হাঁকিয়ে অভিষেক সিংয়ের ইস্টবেঙ্গলে যাওয়ার রাস্তায় কিছুটা জল ঢেলে দিয়েছেন মোহনবাগান কর্তারা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় ওই তরুণ ফুটবলারকে দলে নেওয়ার জন্য মোটা পারিশ্রমিক অফার করেছে সবুজ-মেরুন কর্তৃপক্ষ। যার ফলে গভীর সংশয় তৈরি হয়েছে ইস্ট বেঙ্গল কর্তাদের মধ্যে। পাশাপাশি অতিরিক্ত অর্থের প্রস্তাব পেয়ে ইস্টবেঙ্গলের সাথে আলোচনা থেকে কিছুটা পিছিয়ে এসেছে পাঞ্জাবও।

তবে, ফুটবল ক্লাবগুলির মধ্যে খেলোয়াড় পরিবর্তন, কিংবা অতিরিক্ত দাম দিয়ে অন্য দলের খেলোয়াড়কে নিয়ে নেওয়া খুবই প্রচলিত ঘটনা। তবে, একটি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মোহনবাগান দলের প্রস্তাবে অভিষেক রাজি হলেও, তাঁকে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে! আর এই সম্ভাবনার খাতিরেই হয়তো ইস্টবেঙ্গলের প্রস্তাব মেনে নিতে পারে অভিষেক, এই আশাতেই বুক বাঁধছেন ইস্টবেঙ্গল কর্তারা।

সঙ্গে থাকুন ➥