সাম্প্রতিক সময়ে একটা নতুন ট্রেন্ড দেখা গিয়েছে বাংলা টেলি দুনিয়ায়। একটার পর একটা ধারাবাহিক যেমন বন্ধ হচ্ছে, তেমনই একটার পর নতুন নতুন সিরিয়াল লঞ্চও হচ্ছে। আর এবার সেই ট্রেন্ডে গা ভাসিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে আরও একটি নতুন সিরিয়াল (Bengali Serial) ‘মুকুট'(Mukut)।
‘মাধবীলতা’র পর এই সিরিয়ালের হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী শ্রাবনী ভুঁইঞা (Sharabani Bhunia)। আর এই সিরিয়ালে তার সাথে জুটি বাঁধছেন টেলি পাড়ার নতুন হ্যান্ডসাম হাঙ্ক অর্ঘ্য মিত্র (Argha Mitra)। ছোট পর্দায় নতুন না হলেও, নায়কের চরিত্রে অর্ঘ্যর এটাই প্রথম কাজ।
অনেকেই হয়ত এখনও চিনে উঠতে পারেননি তাকে। বা অনেকের মনেই হয়ত প্রশ্ন জেগেছে যে এই নতুন হ্যান্ডসাম হাঙ্কটি কে? তাই আজ আমরা এনেছি এই নতুন তারকার পরিচয়। জানা যাচ্ছে মুকুটের এই নায়ক কর্মসূত্রে বর্তমানে কলকাতায় থাকলেও আদতে তিনি কিন্তু বর্ধমানের বাসিন্দা।
এর আগে কাজ করেছেন সান বাংলার বাংলার ‘দেবী’ কিংবা সুন্দরীর মতো জনপ্রিয় ধারাবাহিকে। নায়ক চরিত্রে না হলেও, এতদিন বেশ গুরুত্বপূর্ণ সব পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তাকে দেখা গেছে, কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’-সহ জি বাংলার বেশ কিছু ধারাবাহিকে।
এদিকে ভালো নামডাক রয়েছে মডেলিং-এও। পাশাপাশি কাজ করেছেন বড় পর্দাতেও। ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কাজ করে ফেলেছেন ‘মহিষাশুরমর্দিনী’তে। অভিনয় দক্ষতা ছাড়াও গান এবং বাইকিং-র শখ রয়েছে তার। অবসর সময়ে গান যেমন তার সঙ্গী, তেমনই আরেক সঙ্গী হল তার বাইক। মাঝেমাঝেই বেড়িয়ে পড়েন নিজের পক্ষীরাজকে নিয়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রোমো দেখে যতটুকু বোঝা গেছে, ‘মুকুট’ ধারাবাহিকেও মাধবীলতার মতোই দৃঢ়চেতা, সাহসী চরিত্রে অভিনয় করছেন শ্রাবণী। ওদিকে নারী পাচারকারী চক্রের মাথাদের খুঁজতে অর্ঘ্যও উঠেপড়ে লেগেছে। পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছেন ‘কড়িখেলা’ সিরিয়ালের পুরনো জুটি পারমিতা-অপূর্ব।